রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন পৌর এলাকায় যেসব অনাথালয় ও এতিমখানা আছে প্রায় সবগুলোকে পৌরসভা ও নিজের ব্যক্তিগত পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করা হয়। পৌরসভার এলাকায় অবস্থানরত সকল শ্রেণী পেশার জনগন বসবাস করবে সম অধিকার নিয়ে। মানুষের জন্য কাজ করার নাম ধর্ম। পৌরসভা সেবা মূলক প্রতিষ্ঠান। সেবার আদলে মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। তিনি ১৬ নভেম্বর মঙ্গলবার সকালে রাউজান সদর এতিমখানার শিক্ষার্থীদের খাদ্য সামগ্রী বিতরনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, সয়াবিন, ডাল, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্য। এতিমখানার পক্ষে এগুলো মেয়রের হাত থেকে বুঝে নেয় হাফেজ তৌহিদুল ইসলাম ও হাফেজ শাহাদাৎ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, প্যনেল মেয়র বশির উদ্দিন খান, কাউন্সিলর জানে আলম জনি, হোসাইন আজাদ, পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক নেতা আবু ছালেক, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন প্রমুখ।
Leave a Reply