রাউজান বিএনপি ( গিয়াস উদ্দিন কাদের চৌধুরী) সমর্থিত ১২৯ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির সমাপনী বক্তব্য রাখার শেষে হৃদ রোগে আক্রান্ত হলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মোজাম্মেল হককে। গতকাল রবিবার দুপুরে মুন্সিরঘাটা দলীল কার্যালয়ে সামনে অনুষ্ঠিত সমাবেশে অসুস্থ হয়ে পড়েন বলে জানান সেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আলী সুমন। তিনি বলেন,যুবদলের সহ-সভাপতি মোজাম্মেল হক স্টোকজনিত রোগে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সিসিইউতে চিকিৎসাধীন আছেন।
উল্লেখ যে, গত ২৯ শে জুলাই (মঙ্গলবার) বিকাল সাড়ে চার টার দিকে রাউজান উপজেলার প্রবেশ মুখ ছত্তার ঘাট এলাকায় বিএনপির দুই কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের মাঝে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের ৩৫-৪০ জন আহত হয়। এ ঘটনার ১১ দিন পর ৯ আগস্ট রাউজান থানায় মামলা দায়ের করেছে গোলাম আকবর সমর্থিত বিএনপি নেতা নাছিম উদ্দিন চৌধুরী। মামলায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সমর্থিত ১২৯ নেতাকর্মীকে আসামী করা। এ মামলার দায়েরের পর জেলা যুবদলের সহ সভাপতি মোজাম্মেল হক বাদী হয়ে ১৩৯ জনের নাম উল্লেখ করে পাল্টা মামালা করেন রাউজান থানায়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়ার বলেন, কাউন্টার করা মামলা তদন্ত করা হচ্ছে।
Leave a Reply