বিএনপি জামাত কর্তৃক বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাউজান উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন সমূহের ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে মুন্সিরঘাটাস্থ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সামনে থেকে বিশাল মিছিল বের করা হয়। হুমকিদাতাকে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয় রাজপথ। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে চট্টগ্রাম-রাঙামাটি চারলেন সড়কের মুন্সিরঘাটা, জলিল নগরস্থ রাউজান প্রেসক্লাবের কার্যালয় এবং জলিল নগর অতিক্রম করে পুনরায় দলীয় কার্যালযের সামনে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাবের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ বশির উদ্দিন খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, সহ-সভাপতি কাজী ইকবাল, কামরুল হাসান বাহাদুর, উপজেলা আওয়ামীলীগ নেতা জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, মাহাবুলুল আলম, এসএম বাবর, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বিএম জসিম উদ্দিন হিরু, আবদুল জব্বার সেহেল, রবিন্দ্র লাল চৌধুরী, নিজাম উদ্দিন চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুছা আলম খান, সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, আহসান হাবিব চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি আলমগীর আলী, সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন, পৌর কৃষক লীগের সাভাপতি আলী আজগর চৌধুরী, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, কাউন্সিলর আজাদ হোসেন, এডভোকেট দীলীপ কুমার চৌধুরী, সেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলম সুমন, শওকত হোসেন, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাছের, তপন দে, ইসহাক ইসলাম, সাবের হোসেন, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেক, ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, কলেজ ছাত্রলীগ নেতা আরমান সিকদার প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ‘রাজশাহী সন্ত্রাসী অধুষ্যিত এলাকা। যে এলাকায় বাংলা ভাইয়ের জন্ম সে এলাকার ভূঁইফুর রাজনৈতিক দলের মুখোশধারি সন্ত্রাসী আবু সাঈদ চাঁদকে দৃষ্টান্ত মূলক শাস্তি ও সমাবেশে অংশগ্রহণকারীদের অবিলম্বে গ্রেপ্তার পূর্বক শাস্তি দিতে হবে। তাদের শাস্তি নিশ্চিত করা না হলে রাজপথ না ছাড়ার ঘোষনা দেয়া হয় সমাবেশ থেকে।
Leave a Reply