1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াজিষপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণ মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন রাউজানে হক কমিটির উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা রাউজানে অস্ত্র ও ধারালো ছোড়াসহ যুবক গ্রেপ্তার ‘অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি’’শ্লোগানে রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন রাউজানের পশ্চিম গুজরায় শ্যামাচরণ সড়কের উন্নয়নকাজে এলাকাবাসীর স্বস্তি রাজনীতি:সংকট ও আশার প্রতিচ্ছবি গোলাম আকবর খোন্দকারঃ সাফায়েত হোসেন রাকিব। সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর স্মরণে মিলাদ মাহফিল  গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাথে নোয়াজিষপুর মহিলা দলের মতবিনিময় সভা  মিথ্যা মামলার প্রতিবাদে সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজমের সংবাদ সম্মেলন

প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ায়  ছুরি দিয়ে হত্যা, পরে প্রেমিক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা

  • প্রকাশিত: সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮৭ বার পড়া হয়েছে

রাউজানে গলায় ছুরি দিয়ে প্রেমিকাকে হত্যা করে  প্রেমিক আত্মহত্যার ঘটনা ঘটছে। (২৭-ফেব্রুয়ারি) রাতে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের মহামুনি বড়ুয়া পাড়া গ্রামের ৮নং ওয়ার্ডে সুব্রত মুৎসুদ্দির বাড়িতে। এই হত্যা ও আত্মহত্যার রহস্যজনক বলে জানান উপস্থিত লোকজন। ধারণা করা হচ্ছে প্রেমিক জয় বড়ুয়া অন্বেষাকে খুন করে সেই নিজে আত্মহত্যা করেছে। মৃত দুই প্রেমিক যুগল মহামুনি গ্রামের নিলুর পুত্র জয় বড়ুয়া (২৫) ও রনজিত চৌধুরী বাবলু বড়ুয়া মেয়ে অন্বেষা চৌধুরী (২২)। তারা দুই জনেই একই গ্রামের। যে ঘরে তাদের হত্যা এবং আত্মহত্যার ঘটনা ঘটছে সেই ঘরটি একটি পরিত্যক্ত ঘর ছিলো। সেখানে অন্বেষার গলায় ছুরি এবং জয় ফাঁসিতে ঝুলানো অবস্থায় এই দুই প্রেমিক যুগলের লাশ দেখা যাই। এবিষয়ে অন্বেষা চৌধুরী পিতা বাবলু বড়ুয়া বলেন, গত কিছুদিন আগেই আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া । আগামী মার্চ মাসের ১০ তারিখ অন্বেষা বিয়ের অনুষ্ঠানে হওয়ার কথা ছিল, তিনি আরও জানান বিয়ের অনুষ্ঠানের বাজার পর্যন্ত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, অন্বেষা ও জয়ের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিলো। ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে তারা দুইজন আত্মহত্যা করেছে। অন্বেষা নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থী আর জয় ব্যবসায় করেন বলে জানা গেছে। তবে কি কারণে তারা এই ঘটনা ঘটিয়েছে সেই বিষয়টি নিশ্চিত করতে পারেনি কেউ। এবিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল হারুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমরা লাশ উদ্ধার করি। ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনার বিস্তারিত জানা যাবে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল আনোয়ার হোসেন শামীম, পিবিআই পুলিশ অব ইনভেস্টিগেশন দল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট