রাউজান উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি রাউজান পৌরসভার বড়বাড়ি পাড়া নিবাসী মহিউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার সময় নগরীর মোজাফফরস্থ বাসায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন এ বর্ষীয়ান রাজনীতিবিদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অনেক আত্মীয়স্বজন বন্ধু-বান্ধব ও রাজনৈতিক সহকর্মী রেখে যান। বর্ষীয়ান রাজনীতিবিদ রাউজান উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা কাউন্সিল সম্মানিত সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক জনাব গোলাম আকবর খোন্দকার। তিনি মহান সৃষ্টিকর্তার দরবারে মরহুমের বিদেহে আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply