রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অজিত সিংহ পরলোক বরণ করেছেন। ১ মার্চ শুক্রবার রাত সাড়ে ১০ দিকে মুক্তিযোদ্ধা বাল্যবন্ধু আবদুল্লাহ আল রায়হান চৌধুরীর মৃত্যুর সংবাদ শুনে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। ২ মার্চ দুপুর আড়াইটায় সামাজিক সংগঠন অগ্নিবীণা সংসদের ব্যবস্থাপনায় বীর এই মুক্তিযোদ্ধাকে কুন্ডেশ্বরী শ্যামা মন্দির মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমার নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অর্নার প্রদান করেন। পরে নিজ বাড়ির পারিবারিক শ্মশানে মুক্তিযোদ্ধা অজিত সিংহের লাশ দাহ করা হয়। মুক্তিযোদ্ধা সাধন পালিত জানান, অজিতের বাল্যবন্ধু মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল রায়হান শুক্রবার বিকালে মৃত্যু হয়। এ সংবাদ শুনে রাতে মুক্তিযোদ্ধা অজিতের বুক ব্যাথা শুরু হয়। এসময় পরিবারের সদস্যেরা প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে চমেক হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করে। অপরদিকে বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল রায়হানকে রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অব অর্নার প্রদান শেষে প্রথম জানাজা নামাজ নগরীর মোমিন রোড়স্থ একটি মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় জানাজা রাউজানের গহিরায় অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Leave a Reply