প্রদীপ শীল, রাউজান :
দীঘ ৯ বছর পর কারামুক্ত বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা আসলাম চৌধুরী এফসিএ কে শুভেচ্ছা জানিয়েছেন উত্তর জেলা বিএনপি ও উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল বৃহস্পতিবার নিজ বাড়ীতে আসলাম চৌধুরীর আগমনকে সামনে রেখে নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে চলমান রাজনৈতিক পটপরিবর্তন নিয়ে আলোচনা করেন তারা। জেলা বিএনপি নেতা হাসান জসিম ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জি.এম মোশেদ চৌধুরীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় কারামুক্ত আসলাম চৌধুরী বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। বিএনপি জনগণের কল্যাণে নিবেদিত একটি রাজনৈতিক দল। গনতান্ত্রিক পদ্ধতিতে জনগনের ভোটে বাব বার ক্ষমতায় এসেছে। আগমনী নির্বাচনেও জনগন বিএনপিকে রাষ্টীয় ক্ষমতায় বসাবে। তিনি দলীয় নেতাকর্মীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহবান জানান। স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জি.এম মোশেদ চৌধুরী জানান, উত্তর চট্টগ্রামের বিএনপির দূর্গ তৈরির জন্য বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আসলাম চৌধুরী নির্দেশ দিয়েছেন। আমরা জন নন্দিত কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খন্দকারের নেতৃত্বে রাউজানে বসবাসরত সকলকে নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছি। রাউজান সংসদীয় আসনে গোলাম আকবর খন্দকারকে বিপুল ভোটে নির্বাচিত করব।
Leave a Reply