
ময়মনসিংহের ভালুকা উপজেলায় মধ্যযুগীয় ভাবে দিপু চন্দ্র দাশকে গাছে ঝুলিয়ে বিবস্ত্র করে আগুন ধরিয়ে হত্যা ও রাউজান বিভিন্ন স্থানে বাহির থেকে হুক লাগিয়ে আগুন দিয়ে হত্যার চেষ্টার উদ্বেগ প্রকাশ করেছেন রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদ। গতকাল পৌর এলাকার ঢেউয়াপাড়া তেজেন্দ্র লাল শীলের বাড়িতে দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন কালে পূজা কমিটির নেতৃবৃন্দরা এ উদ্বেগের কথা জানান। পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সদীপ দে (সজীব) বলেন, সকল মতাদর্শের মানুষের সমান নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও সম অধিকার নিশ্চিত না হলে উগ্রবাদী গোষ্ঠী মাথা ছড়া দিয়ে উঠবে। সংখ্যা লঘুরা বৈষম্যহীন অসম্প্রদায়িক ও সর্ব্বজনীন মতাদর্শে বিশ্বাসী। অসম্প্রদায়িক সর্ব্বজনীন মানবতার রাষ্ট্রকে অস্থিশীল করতে বাহির থেকে হুক লাগিয়ে আগুন দেওয়ার ঘটনা দুঃখ জনক। দিপু চন্দ্র দাশকে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যা ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া জগন্যতম ঘটনা। সরকার যদি নিরাপত্তা ও বাগ স্বাধীনতা সুনিশ্চিত করতে না পারে, দেশ অকার্যকর রাস্ট্রে পরিনত হবে। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরী দিপু চন্দ্র দাশের পরিবারকে সরকারী ক্ষতিপূরন প্রদানের আহবান জানিয়ে বলেন, সময় থাকতে যদি সংখ্যালঘুদের উপর হত্যা, নির্যাতন, হামলা, অগ্নিসংযোগ বন্ধ না হয় এ সরকারকে ইতিহাস কখনো ক্ষমা করবে না। পরিদর্শনে কালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তপন চৌধুরী (মনু), যুবদল নেতা অরুন বিশ্বাস, সাংগঠিক সম্পাদক ত্রিফল চৌধুরী, সহ সভাপতি শংকর দে, উল্লাস ধর সহ আরো অনেকেই।
Leave a Reply