মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান দক্ষিণ হিংগলা কলমপতি ৯ নং ওয়ার্ড শাখার উদ্যোগে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ৩৭ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও সংগঠনের বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। ২২ আগষ্ট শুক্রবার বাদে এশা, কলমপতি শান্তি নগর এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী মুহাম্মদ সেলিম উদ্দীন।প্রধান অতিথি ছিলেন ডাবুয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মুহাম্মদ সোলাইমান। অর্থ সম্পাদক মুহাম্মদ রাকিবুল ইসলাম সজীব এর পরিচালনায় বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা ক” জোনের সাংগঠনিক সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা ক” জোনের সাংগঠনিক সমন্বয়ক সাকিদুজ্জামান শফি, মাষ্টার মুহাম্মদ আনিসউল খান বাবর, রাউজান উপজেলা গ” জোনের সাংগঠনিক সমন্বয়ক মুহাম্মদ নাজিম উদ্দিন কালু, কাজী আসলাম, মুহাম্মদ নাছির উদ্দীন, মুহাম্মদ খোরশেদুল আলম চৌধুরী, রাউজান প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহাদাত হোসেন সাজ্জাদ, সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দীন, মুহাম্মদ আনোয়ার হোসেন, নুর মোহাম্মদ, মুহাম্মদ সাহেদ মিয়া প্রমূখ। দ্বিতীয় অধিবেশনে, রাউজান উপজেলা ক” জোনের সাংগঠনিক সমন্বয়ক মুহাম্মদ সাকিদুজ্জামান শফির সভাপতিত্বে ও মাষ্টার আনিস উল খান বাবরের পরিচালনায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মুহাম্মদ শাহেদ মিয়া সভাপতি ও মুহাম্মদ আনোয়ার সওদাগর হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৩ বিশিষ্ট সদস্য গঠন করা হয়।পরে মিলাদ কিয়াম ও দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
Leave a Reply