মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর ইউনিয়ন শাখা-১এর মহিলা কমিটি গঠন করা হয়েছে।শুক্রবার (২৯আগস্ট)বিকেলে চিকদাইর জলিল মেম্বারের বাড়িতে আয়োজিত মহিলা কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন রিনা আকতার। আলোচনা করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার সাংগঠনিক সমন্বয়ক মাওলানা মহিম উদ্দিন, সাদিকুজ্জামান শফি। বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক রাউজান সদর শাখার মহিলা সভানেত্রী তাহমিনা সুলতানা, দপ্তর সম্পাদক সুমাইয়া আলিফ।
মাইশা সিদ্দিকার সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন আইরিন আক্তার,হাম-নাত পরিবেশন করেন তানিশা সিদ্দিকা,মাইজভাণ্ডারী গজল পরিবেশন করেন ইশা আক্তার। দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে রিনা আকতারকে সভাপতি ও সুমায়া জাহানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ সভাপতি জান্নাতুন নাহার হেলেন,সহ সাধারন সম্পাদক ইয়াসমিন আকতার, সাংগঠনিক সম্পাদক ইয়াছমিন আকতার,সহ সাংগঠনিক সম্পাদক জান্নাজুল ফেরদৌস,অর্থ সম্পাদক তৈয়িবা আকতার,দপ্তর সম্পাদক মাইশা সিদ্দিকা ।
Leave a Reply