সাতকানিয়া পৌরসভার মেয়র ও বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জোবায়ের বলেছেন,
মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি তরুণদের কর্মদক্ষতা ও সৃজনশীল কর্মকাণ্ডের বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি দীর্ঘ ২০ বছর ধরে যে অবদান রাখে যাচ্ছে তা দেশও দশের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি যোগ্য নেতৃত্ব ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে । মানুষের সেবা করার মধ্যে যে আনন্দ সে আনন্দের কোন ক্ষমা নাই!
রমজান মাস ব্যাপী বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির ইফতার কার্যক্রম বেগবান করার লক্ষ্যে
১৩ এপ্রিল নগরীর তাসফিয়া গার্ডেন প্রাঙ্গণে
বাওসোর প্রতিষ্ঠাতা বিশিষ্ট সংগঠক কল আমি নাজিমউদ্দিন চৌধুরী এ্যালেন’র সভাপতিত্বে প্রোগ্রাম কো-অর্ডিনেটর এম আওলাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র মোহাম্মদ জোবায়ের, বিশেষ বক্তব্য রাখেন,
বাওসোর সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সুমন বড়ুয়া চৌধুরী, মক্কা মদিনা হজ কাফেলার ম্যানেজিং ডিরেক্টর তসলিম উদ্দিন চৌধুরী, ব্লগবাড়ীর এর প্রতিষ্ঠাতা কাজী সাঈদ , বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুল হক মনি,এফ এ সাকিল, সাংবাদিক এম এ তৈয়ব, ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ শাকিল, সাংবাদিক নুর আলম, নকি্ব হোসেন, বদরুল আলম,
সভাপতির বক্তব্যে নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেছেন, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি এখন একটি ইনস্টিটিউটের নাম, আমরা মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে যোগ্য নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
এই ঈদে আমরা তিন হাজার মানুষের মুখে হাসি ফোটাবো ইনশাল্লাহ।
Leave a Reply