1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সালাউদ্দিন কাদের বেঁচে থাকলে অর্ভুত্থানের আগেই হাসিনাকে পালিয়ে যেতে হতো রাউজানে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কদলপুর ইউনিয়ন বিএনপির গণসংযোগ সতেরো বছরের নৈরাজ্যের পর নতুনভাবে কাউকে স্বৈরাচার হতে দেওয়া যাবে নাঃ এনসিপি নেতা জিলানী রাউজানে তারেক রহমানের জন্মদিনে দোয়া মাহফিল ও বিনামূল্যে ওষুধ বিতরণ রাউজানে রাজনৈতিক প্রভাব বিস্তার,দখলদারিত্ব ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়ল পৃথক পৃথক পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান আদালত অবমাননার প্রতিবাদে রাউজান নোয়াপাড়ায় এলাকার নারী পুরুষের মানববন্ধন রাউজানে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিএনপির দুই নেতার কারণে রাউজান অশান্তঃ এনসিপির প্রার্থী জাহিদুল করিম বাপ্পী রাউজানের বিএনপি নেতা জাগের আহমেদ মেম্বারের ইন্তেকালে গিয়াস কাদের চৌধুরীর শোক প্রকাশ

মিশ্র ফলের বাগান ও মৎস্য প্রকল্প করে সফল রাউজান পৌর কাউন্সিলর আজাদ

  • প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

শখের বশে বিভিন্ন প্রজাতির দৃষ্টিনন্দন মিশ্র ফলের বাগান গড়ে তুলে রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেন। তিনি একজন বৃক্ষপ্রেমিক। শৈশবকাল থেকেই বৃক্ষের প্রতি ছিল অপরিসীম ভালোবাসা তাঁর। রাজনীতি ও জনপ্রতিনিধির পাশাপাশি নিজ এলাকায় প্রায় ১০ একর জায়গাতে গড়ে তুলেছেন ফলের বাগান।তিনি শত ব্যস্ততার মাঝেও শখের এই ফলদ বাগান করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। বর্তমানে তার শখের বাগানে শোভা পাচ্ছে দেশী ও বিদেশী নানান জাতের ফল। তাঁর বাগানে ঝুলছে আম, কাঁঠাল, লেবু, লিচু,জাম্বুরা,মাল্টা, পেঁপে, পেয়ারাসহ ইত্যাদি। এছাড়াও তিনি ১৬ একর আয়তনের পুকুর জলাশয়ে করেছেন রুই, কাতলা, মৃগেল,কালিবাউশ, তেলাপিয়া মাছের চাষবাদ। মাছ চাষ থেকে কাউন্সিলর আজাদ হোসেনের বছরে আয় ১০ লাখ টাকা। রয়েছে ডেইরী ফার্মও। বর্তমানে তিনি একজন সফল খামারী।পৌর কাউন্সিলর আজাদ হোসেন জানান, বিগত ৮ বছর আগে শখ করে দশ একর সমতল টিলাতে গড়ে তুলেছি উন্নত দেশি-বিদেশি জাতের ফলদ বাগান। উন্নত জাতের ফল গাছের মধ্যে লাগানো হয়েছে মাল্টা, কমলা, আম, কলা, খেজুর, পেয়ারা, লিচু, কাঁঠাল, পাতি লেবু, লেবু, পেঁপে,জাম্বুরা, আমলকী, বড়ই, জলপাইসহ ইত্যাদি।তিনি আরো জানান,তাঁর মাছ চাষের পুকুর থেকে প্রতি বছর আয় হয় ১০ লাখ টাকা। মিশ্র ফলের বাগান থেকে আয় হয় এক লাখ টাকা। ডেইরী ফার্মে লালন করা গাভী থেকে দুধ বিক্রি বাবদ আয় হয় বছরে ১ লাখ টাকা। ডেইরী ফার্মে লালন করা গরু বড় করে কোরবানীর সময় বিক্রি করে প্রায় বিশ লাখ টাকা। তাঁর এসব প্রকল্প পরিচর্যা ও দেখা শুনার জন্য রয়েছে কর্মচারী।এক সময় শখের বসে শুরু করলেও এখন বাণিজ্যিক রুপে এসব প্রকল্প পরিনত হয়েছে। রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবির বলেন, পৌর কাউন্সিলর আজাদ হোসেন জনপ্রতিনিধির পাশাপাশি নিজ এলাকায় গড়ে তুলেছেন মিশ্র ফল বাগান। তাকে আমরা নিরাপদ ফল উৎপাদনের জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট