চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন,
১৯৭০ সালের নির্বাচনে বাংলার জনগণ আওয়ামী লীগকে ম্যান্ডেট দিয়েছিল তারই প্রেক্ষিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে সাংবিধানিক ভাবে বৈধ মুজিব নগর সরকার গঠন করা হয়েছিল এবং এ সরকারের নেতৃত্বেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে।চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের মুজিব নগর দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান আলোচক সাধারণ সম্পাদক শেখ মোঃ আতাউর রহমান বলেন বর্তমান প্রজন্মকে মুজিব নগর দিবসের গুরুত্ব সম্পর্কে জানাতে হবে, ১৭ এপ্রিল সকালে দোস্ত বিল্ডিং কার্যালয়ে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন অধ্যাপক মোঃ মঈনুদ্দিন,মোঃ আবুল কালাম আজাদ,যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ,যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন তালুকদার, উপ দপ্তর সম্পাদক আসম ইয়াছিন মাহমুদ,কার্যনির্বাহী সদস্য শওকত আলম,মহিউদ্দিন মঞ্জু,মো সেলিম উদ্দিন,সাহেদ সরোয়ার শামীম, আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, ফোরকান উদ্দিন আহমেদ,জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী দিলোয়ারা ইউসুফ,সাধারণ সম্পাদক এড বাসন্তী প্রভা পালিত,কেন্দ্রীয় যুবলীগ নেতা রাশেদ খান মেনন, তাতী লীগের রূপক দেব অপু প্রমুখ।
Leave a Reply