২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৯০তম স্থান দখল করে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন মেধাবী শিক্ষার্থী সাদিয়া ইসলাম। সেই চট্টগ্রামের রাউজান উপজেলার রাউজান সদর ইউনিয়নের দলিলাবাদ শাহ আহমদ চৌধুরী বাড়ি মৌলানা মুহাম্মাদ ইসহাক মেয়ে। সাদিয়া ইসলাম রাউজান সরকারি কলেজ থেকে এইচ এসসি পাশ করে এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এই সফলতা অর্জনে সাদিয়া ইসলাম জানান, তার অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে সফলতা অর্জন করেছে। সাদিয়া ছোট বেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন পূরণ করতে পেরে তিনি আনন্দিত। তিনি জানান ডাক্তার হয়ে দেশের অসহায় মানুষের সেবা করতে চাই। একজন ভালো ডাক্তার হয়ে যেন মানুষের পাশে থেকেই সেবা করতে পারি সেই দোয়াই চেয়েছেন। এ বিষয়ে রাউজান সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক শর্ব্বরী দে রাত্রী জানান, ‘আমাদের কলেজের মেধাবী শিক্ষার্থী সাদিয়া ইসলাম তার মেধার জোরে সব বাধা জয় করে সেই মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছেন। এতে আমরা খুশি।
Leave a Reply