1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
১৩৩ বছরের ঐতিহ্যে রাঙা শারদীয় উৎসব: রাউজানের উত্তর গুজরা সেনবাড়ির দুর্গাপূজা রাউজানে বিজয়া সম্মিলনীর মধ্যদিয়ে দেবী দুর্গার বিসর্জন রাউজানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ। নোয়াজিষপুর ইউনিয়নের ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের  জনসাধারণের সাথে মতবিনিময় সভা রাউজানে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কদলপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ রাউজান পৌর এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাউজানে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে প্রতিহত করা হবে রাউজান সদর ইউনিয়নের খানখানাবাদ সড়ক উদ্বোধন  রাউজানে দিল মোহাম্মদ মাস্টারের মৃত্যু বার্ষিকতে শিক্ষা উপকরণ ও বৃত্তি বিতরণ

যাচাই বাছাইয়ে শেষে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের রেকর্ডঃ ইউপি নির্বাচন হচ্ছে না রাউজানে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৬৭৪ বার পড়া হয়েছে

ইউপি নির্বাচন হচ্ছে না রাউজানে। আসন্ন ইউপি নির্বাচনে যাচাই-বাচাইয়ের দিন ধার্য ছিল গতকাল ৪ নভেম্বর বৃহস্পতিবার। এ দিনে ১৮২ জনের কেউ ঝড়ে পরেনি। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বাঁধা কাটিয়ে চুড়ান্ত পর্যায়ে সকল পদের একক প্রার্থী। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এই তথ্য নিশ্চিত করেছেন রাউজান উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুন উদয় ত্রিপুরা। তিনি জানান, ৪ নভেম্বর যাচাই-বাছাইয়ে কারও কোন ত্রুটি ধরা পড়েনি। আগামী ১২ নভেম্বর প্রার্থী প্রত্যাহারের সুযোগ থাকছে। নির্বাচন অফিস সূত্র মতে, উপজেলার ১৪টি ইউনিয়নে ১৪জন চেয়ারম্যান প্রার্থী, সকাল ইউনিয়নে ১’শত ২৬টি সাধারণ ওয়ার্ডে ইউপি সদস্য পদে আওয়ামী লীগ মনোনিত ১২৬ জন ইউপি সদস্য পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ৪২টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৪২ জন মহিলা ইউপি সদস্য পদ প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন। গত ০২ নভেম্বর মনোনয়ন জমাদানের শেষ দিনে রাউজানে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছাড়া কোন বিদ্রোহী প্রার্থী, অন্যদল কিংবা স্বতন্ত্র প্রার্থী মনোনয়পত্র দাখিল করেননি। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হতে যাচ্ছেন- ১নং হলদিয়া ইউনিয়নে মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ২নং ডাবুয়া ইউনিয়নে আব্দুর রহমান চৌধুরী লালু, ৩নং চিকদাইর ইউনিয়নে প্রিয়তোষ চৌধুরী, ৪নং গহিরা ইউনিয়নে নুরুল আবছার বাঁশি, ৬নং বিনাজুরী ইউনিয়নে রবিন্দ্র লাল চৌধুরী, ৭নং রাউজান সদর ইউনিয়নে বিএম জসিম উদ্দিন হিরু, ৮নং কদলপুর ইউনিয়নে নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, ৯নং পাহাড়তলি ইউনিয়নে রোকন উদ্দিন, ১০নং পূর্বগুজরা ইউনিয়নে মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নে লায়ন সাহাবুদ্দিন আরিফ, ১২নং উরকিরচর ইউনিয়নে সৈয়্যদ আব্দুল জব্বার সোহেল, ১৩নং নোয়াপাড়া ইউনিয়নে মো. বাবুল মিয়া, ১৪নং বাগোয়ান ইউনিয়নে ভূপেষ বড়ুয়া, ১৫নং নোয়াজিষপুর ইউনিয়নে সরোয়ার্দী সিকদার। এদের মধ্যে রবিন্দ্র লাল চৌধুরী, নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী ও মো. বাবুল মিয়া নতুন মুখ। অন্যদিকে মনোয়নপত্র দাখিলের শেষ সময় মঙ্গলবার (২ নভেম্বর) নির্ধারিত থাকলেও একদিন আগেই গত সোমবার ১৪টি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার ও সংরক্ষিত আসনে একজন করে প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট