বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় স্লোগান ও কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাউজান উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গসংগঠন। সোমবার(১৪ জুলাই) বিকেলে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর দিক নির্দেশনায় রাউজান মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে রাঙামাটি মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। রাউজান উপজেলা বিএনপির আহবায়ক নুরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী। বক্তব্য রাখেন রাউজান পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক,রাউজান পৌরসভার সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম, বিএনপি নেতা মোসলেহ উদ্দিন, আনিসুজ্জামান সোহেল, সৈয়দ ওবায়দুল আকবর নোমান। উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন ও জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফয়জুল ইসলাম চৌধুরী টিপু,মহিউদ্দিন জীবন,আজগর চৌধুরী, কামাল উদ্দিন,বদরুল আলম,ওমর ফারুক,শহিদ চৌধুরী,জাহাঙ্গীর আলম,রফিকুল ইসলাম বাচা,জেলা যুবদলের সহ সভাপতি মোজাম্মেল হক চৌধুরী,হেলাল উদ্দিন,সেলিম উদ্দিন,চাম্পা চৌধুরী, আহম্মেদ সুকাণ,জাকের চৌধুরী, তৈয়ব সুলতান, বাদল বড়ুয়া,শহিদুল ইসলাম, মানিক মেম্বার,তসলিম উদ্দিন, শাহাজান শাকিল,জসিম উদ্দিন,মো মাবুদ,হান্নান,যুবদল নেতা, তৌহিদুল আলম,সাবেক ছাত্রদল নেতা রাসেল খান, সাইফু উদ্দিন রিবন,যুবদল নেতা সাঈয়িদ আমান বিন রানা, সালাউদ্দিন,আবু বক্কর,সোহেল চৌধুরী,খোরশেদ আলম, রেওয়াজ,শাহাদাত মীর্জা,হাসান বাহাদুর,বাপ্পা কুমার দাশ, মুন্না তালুকদার, আজগর হোসেনসহ অনেকেই।বক্তারা বলেন, বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু রাজনৈতিক শক্তি পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। স্বাধীনতাবিরোধী একটি চক্র সুপরিকল্পিতভাবে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করছে। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের কোনো চক্রান্ত সফল হবে না। বিএনপি হলো এদেশের বৃহত্তম রাজনৈতিক দল। একটি নতুন রাজনৈতিক দল তারেক রহমান ও বিএনপিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার জন্য ষড়যন্ত্র শুরু করছে। বক্তারা আরও বলেন, আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, সেই জামায়াত-শিবির রাজাকাররা হত্যা চালাচ্ছে। এদের প্রতিহত করতে হবে। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি’র বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে আমরা প্রস্তুত।বিএনপি কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব সহ্য করে না। বিএনপির নাম কলঙ্কিত করে যারা অপকর্ম করে তাদের বিএনপিতে কোনো স্থান নেই।
Leave a Reply