রক্তের আহ্বান ফাউন্ডেশন” কর্তৃক নগরীর বিভিন্ন এলাকায় ঘরহীন বেওয়ারিশ শীতার্থদের মাঝে প্রায় শতাধিক কম্বল বিতরণ কর্মসূচি গৃহীত হয়েছে।
উক্ত কর্মসূচি টি-শার্ট উন্মোচনের মাধ্যমে উদ্ধোধন করেন রক্তের ফেরিওয়ালা নাম খেত, লাখো ব্যাগ রক্ত জোগানদাতা আশীষ কান্তি মুহুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন “রক্তের আহ্বান ফাউন্ডেশন” এর এডমিন সদস্য মো শাকিল, প্রিতম দাশ, বাদশা ফয়সাল, আল আমিন আরিফ, তুষার হোসেন।
“রক্তের আহ্বান ফাউন্ডেশন” এর আহবায়ক কৌশিক রায় আলোকিত রাউজান কে জানান, ‘আমাদের উদ্দেশ্য বর্তমান তরুন্যের বিশাল শক্তিকে রক্তদানে উৎসাহিত করা এবং সামাজিক অবক্ষয় রোধ করে মাদক মুক্ত একটি প্রানবন্ত তরুন সমাজকে মানুষের কল্যানে মানবিক কাজে উদ্ভুদ্ধ করা।
এছাড়াও কম্বল বিতরন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ জাবেদ, তানজিম শাকিল, রেজাউর রহমান আফ্রিদি, আব্দুল্লাহ রায়হান সহ প্রমুখ।
Leave a Reply