1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে তিনদিনে ২৪টি ড্রাইভিং লাইসেন্স ও নম্বরবিহীন মোটরসাইকেল আটক করে মামলা। রাউজান প্রেসক্লাবের নতুন কমিটিকে গণসংহতি আন্দোলনের প্রার্থী নাছির তালুকদারের অভিনন্দন শৈশব স্মৃতি বিজড়িত রাউজানে মাস্টারদা সূর্যসেনের ৯২তম ফাঁসি দিবস পালিত রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে গোলাম আকবর খোন্দকারের অভিনন্দন রাউজানের উরকিরচরে শহীদ সালা উদ্দিন কাদের চৌধুরী স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  রাউজান প্রেসক্লাবের সভাপতি/সম্পাদকসহ নির্বাচিত কমিটিকে জামায়াতের অভিনন্দন রাউজানে ৭০৫–মেসার্স রুস্তম ব্রিকসে কাঠ পোড়ানোর মহোৎসব, উজাড় হচ্ছে বনজ সম্পদ ওমান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন রাউজানে সাবেক যুবদল নেতা ও গিয়াস কাদের অনুসারীকে গুলি হত্যাঃ সড়কে অবরোধ করে বিক্ষোভ রাউজান প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে;সভাপতি প্রদীপ শীল,সম্পাদক নেজাম উদ্দিন রানা।

রাউজানের আলিখীল এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে টিলা ও কৃষি জমি

  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৯ বার পড়া হয়েছে

রাউজানে নির্বিচারে ডাবুয়া-রাউজান রাবার বাগান ঘেঁষে কাটা হচ্ছে পাহাড়-টিলা ও কৃষি জমি। সবুজ ঘেরা রাবার বাগানের মাঝখানে নজর পড়েছে মাটিখেকোদের। রাতের আঁধারে কেটে নেওয়া হচ্ছে পাহাড়ি টিলা ও কৃষি জমির মাটি। ইতিমধ্যেই বেশ কয়েকটি টিলা ও কৃষি জমি কেটে বড় বড় পুকুরে পরিণত করেছে। এসব পাহাড় টিলা কাটা মাটি দিয়ে ফসলি জমি ভরাট করে পাকা স্থাপনা করার কার্যক্রমও চলছে। এতে কমে আসছে ফসলি জমি,পাহাড় কাটায় নষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। মাঝেমধ্যে প্রশাসন অভিযান চালালেও থামানো যাচ্ছে না এসব পরিবেশ বিধ্বংসী কার্যক্রম। বরং দিন দিন বেপরোয়া হয়ে উঠছে পাহাড় খেকো ও মাটি ব্যবসায়ী সিন্ডিকেট। সরেজমিনে দেখা গেছে,আলিখীল দাওয়াত খোলা আস্তানার পাশে রাবার বাগানের মাঝখানে খননযন্ত্র ভেকু দিয়ে কাটা হচ্ছে একের পর এক টিলা আর কৃষি জমি। এভাবেই মাটি কেটে সমৃদ্ধ করে চলেছেন নিজের সম্পদের ভাণ্ডার। বানিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। প্রশাসনকে মাটিখেকোরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রভাবশালীদের ছত্রছায়ায় একাধিক চক্র  রাতের আঁধারে মাটি কেটে বিক্রি করলেও কোনো আইনি পদক্ষেপ নেই সংশ্লিষ্ট প্রশাসনের। নিরব ভূমিকা পালন করছেন প্রশাসন। মাটিখেকোরা প্রশাসনের নজরদারি এড়াতে রাতের সময়টাকে উত্তম সময় হিসাবে বেছে নিয়েছে।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এই পাহাড় টিলা ও কৃষি কাটার সাথে জড়িত রয়েছে স্থানীয় মোহাম্মদ রফিক সওদাগর, মোহরম, মোহাম্মদ ইনতিয়াজসহ অন্তত ৩০ জন সিণ্ডিকেট সদস্য। জড়ির মোহাম্মদ রফিক বলেন,আমরা টিলা কাটতেছি না। ব্যক্তি মালিকানাধীন জমি থেকে কিছু মাটি কাটা হচ্ছে। রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম বলেন, রাউজানে পাহাড় টিলা ও কৃষি জমি থেকে মাটি কাটার জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। যারা পরিবেশ নষ্ট করে পাহাড় টিলা ও কৃষি জমি ধ্বংস করতেছে ,তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট