1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
১৩৩ বছরের ঐতিহ্যে রাঙা শারদীয় উৎসব: রাউজানের উত্তর গুজরা সেনবাড়ির দুর্গাপূজা রাউজানে বিজয়া সম্মিলনীর মধ্যদিয়ে দেবী দুর্গার বিসর্জন রাউজানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ। নোয়াজিষপুর ইউনিয়নের ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের  জনসাধারণের সাথে মতবিনিময় সভা রাউজানে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কদলপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ রাউজান পৌর এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাউজানে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে প্রতিহত করা হবে রাউজান সদর ইউনিয়নের খানখানাবাদ সড়ক উদ্বোধন  রাউজানে দিল মোহাম্মদ মাস্টারের মৃত্যু বার্ষিকতে শিক্ষা উপকরণ ও বৃত্তি বিতরণ

রাউজানের আলিখীল এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে টিলা ও কৃষি জমি

  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

রাউজানে নির্বিচারে ডাবুয়া-রাউজান রাবার বাগান ঘেঁষে কাটা হচ্ছে পাহাড়-টিলা ও কৃষি জমি। সবুজ ঘেরা রাবার বাগানের মাঝখানে নজর পড়েছে মাটিখেকোদের। রাতের আঁধারে কেটে নেওয়া হচ্ছে পাহাড়ি টিলা ও কৃষি জমির মাটি। ইতিমধ্যেই বেশ কয়েকটি টিলা ও কৃষি জমি কেটে বড় বড় পুকুরে পরিণত করেছে। এসব পাহাড় টিলা কাটা মাটি দিয়ে ফসলি জমি ভরাট করে পাকা স্থাপনা করার কার্যক্রমও চলছে। এতে কমে আসছে ফসলি জমি,পাহাড় কাটায় নষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। মাঝেমধ্যে প্রশাসন অভিযান চালালেও থামানো যাচ্ছে না এসব পরিবেশ বিধ্বংসী কার্যক্রম। বরং দিন দিন বেপরোয়া হয়ে উঠছে পাহাড় খেকো ও মাটি ব্যবসায়ী সিন্ডিকেট। সরেজমিনে দেখা গেছে,আলিখীল দাওয়াত খোলা আস্তানার পাশে রাবার বাগানের মাঝখানে খননযন্ত্র ভেকু দিয়ে কাটা হচ্ছে একের পর এক টিলা আর কৃষি জমি। এভাবেই মাটি কেটে সমৃদ্ধ করে চলেছেন নিজের সম্পদের ভাণ্ডার। বানিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। প্রশাসনকে মাটিখেকোরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রভাবশালীদের ছত্রছায়ায় একাধিক চক্র  রাতের আঁধারে মাটি কেটে বিক্রি করলেও কোনো আইনি পদক্ষেপ নেই সংশ্লিষ্ট প্রশাসনের। নিরব ভূমিকা পালন করছেন প্রশাসন। মাটিখেকোরা প্রশাসনের নজরদারি এড়াতে রাতের সময়টাকে উত্তম সময় হিসাবে বেছে নিয়েছে।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এই পাহাড় টিলা ও কৃষি কাটার সাথে জড়িত রয়েছে স্থানীয় মোহাম্মদ রফিক সওদাগর, মোহরম, মোহাম্মদ ইনতিয়াজসহ অন্তত ৩০ জন সিণ্ডিকেট সদস্য। জড়ির মোহাম্মদ রফিক বলেন,আমরা টিলা কাটতেছি না। ব্যক্তি মালিকানাধীন জমি থেকে কিছু মাটি কাটা হচ্ছে। রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম বলেন, রাউজানে পাহাড় টিলা ও কৃষি জমি থেকে মাটি কাটার জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। যারা পরিবেশ নষ্ট করে পাহাড় টিলা ও কৃষি জমি ধ্বংস করতেছে ,তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট