রাউজানের উত্তরসর্তায় পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)এর চন্দ্রবার্ষিকী ফাতেহা উপলক্ষ্যে শান-ই রাহমাতুল্লিল আলামিন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ নভেম্বর)মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি উত্তরসর্তা দায়রা শাখার উদ্যোগে উত্তরসর্তা গাউছিয়া হাফিজিয়া সিনিয়র মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন হযরতুলহাজ্ব আল্লামা ছগির ওসমানী।প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী।স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সরোয়ার সিকদার।আলোচকবৃন্দ ছিলেন আল্লামা ড.জাফর উল্লাহ্,আল্লামা গোলাম মোস্তাফা শায়েস্তা খাঁন আল আযহারী,শাইখ আল্লামা সাইফুল আজম বাবর আল আযহারী,আল্লামা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী,আল্লামা আবুল বশর মাইজভাণ্ডারী,আল্লামা তরিকুল ইসলাম।মোহাম্মদ মোশারফ ও সম্মেলনের সচিব রফিকউদ্দিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,শেখ মুজিবুর রহমান বাবুল,মঞ্জুরুল ইসলাম চৌধুরী,সাংকাদিক শফিউল আলম,মোহাম্মদ ওসমান গণি,মামুন মিয়া,মোহাম্মদ আলী মাষ্টার,সংগঠনের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মোরশেদ,সম্মেলনের আহবায়ক শফিউল আলম প্রমুখ।মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।
Leave a Reply