রাউজানে নির্বাচনী প্রচারণায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, রাউজানের মানুষ উন্নয়ন ও শান্তি চাই। সন্ত্রাস ও নৈরাজ্য চিরতরে নির্মূল করতে শান্তির প্রতিক নৌকায় ভোটদিন। জ্ঞনী গুণি ব্যক্তিদের জম্মস্থান রাউজান এক সময় সুনাম ছিল। স্বাধীনতার পরবর্তী স্বাধীনতা বিরোধী শক্তির ছত্রছায়ায় লালিত সন্ত্রাসীরা রাউজানে হত্যা, অপহরণ, চাঁদাবাজ সৃষ্টি করে সুনামকে ক্ষুন্ন করেছিল। পরিনত হয় সন্ত্রাসের জনপদ রাউজান। ৯৬ সালে আমি আওয়ামী লীগের প্রার্থী হয়ে এসে রাউজানবাসীর সাথে ওয়াদা করেছিলাম রাউজানকে সন্ত্রাস মুক্ত করবো। অবহেলিত রাউজানের উন্নয়ন কাজ করবো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে ওয়াদা অনুসারে রাউজানকে সন্ত্রাস মুক্ত করে শান্তির জনপদে পরিণত করেছি। ব্যাপক উন্নয়ন কাজ করে এ উপজেলাকে নান্দনিক ভাবে সাজিয়েছি। আগামী ৭ জানুয়ারী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন এ প্রত্যাশা করছি। তিনি ২৩ ডিসেম্বর শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ডাবুয়া ইউনিয়নের হিংগলা মুছা শাহ বাজার, ফইট্যা টিলা ও হলদিয়া ইউনিয়নের ফকিরটিলা বাজার, উত্তর সর্তা, হলদিয়া হচ্ছার ঘাট এলাকায় পথসভায় এসব কথা বলেন। পথসভা আরো বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সুলতান আহম্মদ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহাজাহান ইকবাল, কামরুল হাসান বাহাদুর, স্বপন দাশ গুপ্ত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম,চেয়ারম্যান শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী,আওয়ামী লীগ ঁনেতা জসিম উদ্দিন, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা মাহাবুল আলম,এস এম বাবর, সাবেক চেয়ারম্যান আবদুল মোমেন,সাইফুউদ্দিন চৌধুরী সাবু, জিয়াউল হক সুমন, রুনু ভট্টচার্য্য, সুজিত দত্ত, যুবলীগ নেতা মনচুর আলম, মোঃ হাসান মুরাদ রাজু, মোঃ সাব্বির, সাবের উদ্দিন, ছাত্রলীগ নেতা সাজ্জাদ মাহমুদ সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply