1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি দক্ষিণ হিংগলা  শাখার বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ৫ বসতঘর। রাউজান বিএনপি নেতা শিক্ষক হাবিব উল্লাহ মাস্টারের বড় বোনের ইন্তেকালঃ বিএনপির শোক মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি দক্ষিণ হিংগলা কলমপতি শাখার মহিলা কমিটি গঠন নোয়াজিষপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণ মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন রাউজানে হক কমিটির উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা রাউজানে অস্ত্র ও ধারালো ছোড়াসহ যুবক গ্রেপ্তার ‘অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি’’শ্লোগানে রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন রাউজানের পশ্চিম গুজরায় শ্যামাচরণ সড়কের উন্নয়নকাজে এলাকাবাসীর স্বস্তি

রাউজানের কদলপুরে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

মহান আল্লাহ অসীম অনুগ্রহ করে প্রিয় রাসুুল (দ.) কে ধরার বুকে প্রেরণ করেন। যাঁর আগমনের সুসংবাদ নিয়ে এসেছিলেন পূর্ববর্তী সকল নবীগণ। প্রিয় নবীজি ধরার বুকে আসেন রহমত হিসেবে। যিনি সমগ্র মানবজাতিকে অ’ন্ধ’কার থেকে হে’দায়াতের আলোয় উদ্ভাসিত করেন। প্রিয় রাসুল (দ.) এর পর আর কোন নবী রাসূল দুনিয়াতে আসবেন না। কিন্তু মানুষকে হে’দায়াতের জন্য প্রিয় রাসূল (দ.) এর ওয়ারিছ হিসেবে আউলিয়ায়ে কেরামগণ ধরার বুকে আগমন করবেন। বর্তমান সময়ে মানুষ দুনিয়ার মোহে পড়ে দ্বীন-ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছে। আল্লাহর ভ’য় ও নবীজির সুন্নাত থেকে দূরে সরে যাওয়া পথ হা’রানো মানুষদের হে’দায়াতের জন্য খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু প্রতিষ্ঠা করেছেন এক যুগান্তকারী তরিক্বত, যে তরিক্বতের মূল ভিত্তি হলো এখলাস ও মূল চালিকাশক্তি নবীপ্রেম। এ তরিক্বতে নেই শরিয়তের বিন্দুমাত্র ল’ঙ্ঘ’ন, নেই কোন শি’র’ক বিদ’আতের ছোঁয়া। খলিফায়ে রাসূল (দ.) এর তরিক্বতে রয়েছে দৈনিক ১১১১ বার দরূদ শরীফ আদায়, সুন্নাতে মোস্তফা ও মোরাকাবার অনুশীলন, ফয়েজে কুরআনের মাধ্যমে কুরআনের নূর লাভের সুযোগ। নবীজির বাতেনি নূর প্রদানের মাধ্যমে মানুষের ক্বলবের আঁ’ধা’র দূ’র করে আলোকিত মানুষ তৈরি করেছেন। ন’ফসের কু’প্র’বৃত্তি দ’মন করে আখলাকে হাসানার বিকাশ করেছেন। যুবসমাজের মাঝে নবীপ্রেমের বিস্তার করেছেন যা মানবজাতির কল্যাণে স্মরণ কালের ঐতিহাসিক এবং অনস্বীকার্য অবদান, মাশাআল্লাহ।

শুক্রবার (১১ অক্টোবর) বাদে আসর হতে চট্টগ্রাম রাউজান কদলপুর মীর বাগিছা ঈদগাহ ময়দানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ, ২৫ নং কদলপুর শাখার উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর স্মরণে আয়োজিত এশায়াত মাহফিলে ধর্মপ্রাণ মুসলিম মিল্লাতের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এসব কথা বলেন।এ মাহফিলে আরো বক্তব্য রাখেন মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন নূরী ও মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল।মিলাদ কিয়াম শেষে দেশের উন্নতি ও অগ্রগতি এবং দরবারের প্রতিষ্ঠাতা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট