চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় বিশ বসতঘর ভষ্মীভূত হয়েছে। ২১ এপ্রিল রোববার দুপুর ১২টার দিকে উপজেলার চিকদাইর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ পাঠানপাড়া গ্রামের এই ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্থ পরিবারসমূহের অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আগুনের লেলিহান শিখ্ াদেখে স্থানীয় লোকজন রাউজান ফায়ার সার্ভিসের দমকল বাহিনীকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ প্রচেষ্টায় আগুণ নিয়ন্ত্রনে আনলেও ততক্ষণে বিশ বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামসুল আলম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভানোর কাজ শুরু করে। ততক্ষনে বিশটি কাচা বসতঘর পুড়ে যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের ইউনিয়ন পরিষদের পক্ষে দশ কেজি করে চাল, একটি কম্বল, শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ, বিতরণ করেছি। সোমবার উপজেলা প্রশাসনের ত্রাণ ও দুর্যোগ শাখা থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে দুই বান্ডিল করে ঢেউটিন,ছয় হাজার টাকা অর্থ প্রদান করবেন সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী।
Leave a Reply