1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন  রাউজানে গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত তীব্র গরমে অতিষ্ঠ রাউজানে জনজীবন-প্রাণ জুড়াচ্ছে শরবত রাউজানে বোরো ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক ঝুমকায় তবলার কর্মশালা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত রাউজানে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস অনুষ্টিত মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম রাঙামাটি ও কাপ্তাই মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ   হালদা নদীতে ডিম ছাড়ার মৌসুমে থামছে না মাছ শিকার- উদ্ধার হলো ৫ কেজি কাতলা ৬৪৩ জন মেধাবী শিক্ষার্থীকে ৩২ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি দিলেন সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ট্রাস্ট উত্তর সর্তা দরগাহ্ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল আলম

রাউজানে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্বর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা…
চট্টগ্রামের রাউজানে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্বর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন,শিক্ষকতা একটি মহান পেশা। এই পেশায় যারা যুক্ত আছেন তারা সত্যিকার অর্থে একটি আলোকিত সমাজ বিনির্মানে কাজ করেন। অবসরকালীন সময়েও তারা যেন সমাজে যথাযথ সন্মান ও মর্যাদার সাথে থাকতে পারে সেদিকে সবার দৃষ্টি রাখতে হবে। শিক্ষক-কর্মচারি কল্যাণ তহবিল, বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান উপজেলা (দক্ষিণ) শাখার আয়োজনে সম্বর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। ৩ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৪ ঘটিকায় মহামুনি এংলো-পালি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষক-কর্মচারি কল্যাণ তহবিল, বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান উপজেলা (দক্ষিণ) শাখার সভাপতি অঞ্জন বড়ুয়ার
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানে আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মহামুনি এংলো-পালি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়া।
উদ্বোধক ছিলেন পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান উপজেলা (দক্ষিণ) শাখার সভাপতি অমল কান্তি দাশ। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারি কল্যাণ তহবিল, বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান উপজেলা (দক্ষিণ) শাখার সাধারণ সম্পাদক দেওয়ানপুর স্কুলের সহকারি প্রধান শিক্ষক আবদুল গফুর। বক্তব্য রাখেন চুয়েট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মুজিবুর রহমান। উরকিরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাস কান্তি দাশ, মহামুনি এংলো-পালি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাছরিন আকতার, আবুরখীল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ কুমার মহাজন।অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করায় দুই কৃতি শিক্ষককে ক্রেস্ট ও নতুন নিয়োগপ্রাপ্ত চার প্রধান শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ২৮ জন শিক্ষককে ক্রেস্ট, আর্থিক সহায়তা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সহ সভাপতি শাহ জামাল, তপন কুমার দত্ত, মাদল বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শেখর ঘোষ আপন, দপ্তর সম্পাদক আশীষ কুমার বৈদ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক কীর্তি রঞ্জন বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক জহির উদ্দীন, অর্থ সম্পাদক রঞ্জিত বড়ুয়া, শিক্ষক-কর্মচারি কল্যাণ তহবিল দক্ষিণ রাউজান শাখার অর্থ সম্পাদক প্রবীর পাল।অনুষ্ঠানে দক্ষিণ রাউজানের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন জানে আলম, জহির উদ্দীন, রুম্পি চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট