চট্টগ্রাম ৬ রাউজান আসনে দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ট ও শান্তিপুর্ণভাবে সম্পন্ন করতে আওয়ামী লীগের নৌকার প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরীসহ তাঁর প্রতিদ্বন্দ্বী চার প্রার্থী একমত পোষন করেন। প্রতিদ্বদ্বী প্রার্থীরা হলেন ট্রাকনপ্রতীক মার্কা স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শফিউল আজম, সোনালী আঁশ মার্কা তৃণমুল বিএনপির প্রার্থী মোঃ ইয়াহিয়া জিয়া চৌধুরী,লাঙ্গল মার্কা জাতীয় পাটির প্রার্থী শফিক উল আলম চৌধুরী,চেয়ার মার্কা ইসলামিক ফ্রন্ট প্রার্থী স,ম জাফর উল্লাহ।গতকাল বুধবার মুন্সিরঘাটায় এই চার প্রার্থীর হাত ধরে ছবি তোলেন নৌকার প্রার্থী ফজলে করিম চৌধুরী। এসময় পাঁচ প্রার্থী একমত পোষণ করে জনতার উদ্দেশ্যে বলেন রাউজানে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি নির্বাচন হবে। আপনার শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্র গিয়ে ভোট প্রদান করতে পারবে।
Leave a Reply