রাউজানে এসএসসি ও দাখিল পরীক্ষার দ্বিতীয় দিনে ৫৭ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিল । গতকাল ১৫ নভেম্বার এ তথ্য নিশ্চিত করেছেন রাউজান উপজেলা নিবার্হী অফিসার জোনায়েদ কবির সোহাগ। জানা যায়, উপজেলায় ৪টি কেন্দ্রে সকাল বিকাল অনুষ্ঠিত পরিক্ষায় সমাজ বিজ্ঞান ও হিসাব বিজ্ঞান বিভাগে ৩ হাজার ৮শত ৩ পরিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়া কথা থাকলেও নিয়েছেন ৩ হাজার ৭শত ৪৬ জন শিক্ষার্থী। গত ১৪ নভেম্বর প্রথম দিনের বিজ্ঞান বিভাগের পরিক্ষায় অনুপস্থিত ছিল ৪৩জন পরিক্ষার্থী। অনুস্থিত ছিলেন ৫৭ জন পরিক্ষার্থী। দ্বিতীয় দিনের পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। অনুপস্থিত প্রসঙ্গে তিনি জানান, করোনা কালীন অনেক ছাত্রী গোপনে বিয়ে হয়ে গেছে। হলে অনেক বিবাহিত মহিলাকে দেখা গেছে। সেই কারনে অনেকে শিক্ষার্থী পরিক্ষায় অংশ নেয়নি। তিনি জানান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply