মাহে রবিউল আউয়াল ও ঈদে মিলাদুন্নবী (দ.) কে স্বাগত জানিয়ে জশনে জুলুস করেছে উপজেলা উত্তর গাউসিয়া কমিটি।শুক্রবার সকাল ১০টায় উপজেলার গহিরা মাদ্রাসা থেকে জুলুসের শোভাযাত্রা শুরু হয়ে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। জুলুসে হাজারো ধর্মপ্রাণ মুসলমানেরা অংশ নেন।নারায়ে তাকবির আল্লাহু আকবর,নারায়ে রিসালত ইয়া রাসুলাল্লাহ,হামদ,নাত,দরুদে মুখরিত হয় জুলুস ও আশপাশের এলাকা।জুলুসে সভাপতিত্ব করেন জুলুস বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা এম এ মতিন। সদস্য সচিব মাওলানা আসম রফিকুল ইসলাম রেজভীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ নোমান, মুহাম্মদ শাহ আলম,আবু তাহের সওদাগর, কাজী মাওলানা খোরশেদ আলম, মুহাম্মদ মিজানুর রহমান, মাওলানা জসিম উদ্দিন,মাওলানা মুহাম্মদ শওকত হোসাইন,মাওলানা সাইফুল ইসলাম নেজামী,মুহাম্মদ জাফর মেম্বার, মুহাম্মদ এনামুল কবির,মুহাম্মদ নেজাম উদ্দিন,এম সাজ্জাদ হোসেন চৌধুরী,এডভোকেট হামেদ হাসান প্রমুখ
Leave a Reply