
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান মুন্সিরঘাটা শাখার উদ্যোগে গাউসুল আজম শাহ সূফি হযরত সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক:) এর ১২০তম ওরশ শরিফ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার পশ্চিম রাউজানের গাবগুলা তলা এলাকায় আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা নাছির উদ্দীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী উপদেষ্টা আবুল কালাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মহিম উদ্দিন মাইজভাণ্ডারী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ।বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মানবতার সেবা ও আত্মিক পরিশুদ্ধতার জন্য মাইজভাণ্ডারী দরবার শরীফের শিক্ষা ও আদর্শ অনুসরণ অত্যন্ত জরুরি। মাইজভাণ্ডারীর দর্শন সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply