রাউজান উপজেলা পরিষদের আয়োজনে জাতীয় বিজ্ঞান, প্রযুক্তি সাপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৭ম তম জাতীয় অলিম্পিয়াড় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা বিশেষ ভুমিকা রাখে। শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করে এগিয়ে দিতে হবে আমাদেরকে সহায়তা দিতে হবে। মনে রাখতে হবে শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি আমাদের গবেষণায় সহায়ক শক্তি। ২০ ফেব্রুয়ারি সোমবার উপজেলা পলিষদ চত্তরে আয়োজিত এই মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্টল সাজিয়ে তাদের উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করে। প্রধান অতিথি প্রতিটি স্টল ঘুরে দেখেন।এর আগে প্রধান অতিথি ফিতা কেটে মেলা উদ্বোধন করেন। এ সময় তার সাথে ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, এসি ল্যা- রিদোয়ানুল ইসলাম, ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ নুর মোহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, স্বপন দাশ গুপ্ত, কামরুল হাসান বাহদুর, চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, সাহাবুদ্দিন আরিফ, প্রিয়তোষ চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, সৈয়দ আবদুল জব্বার সোহেল, মোহাম্মদ রোকন উদ্দিন, নুরুল আবসার বাশি, নিজাম উদ্দিন আহমেদ, বাবুল মিয়া, রবিন্দ্র লাল চৌধুরী, সুমন দেসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
Leave a Reply