
বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৬ রাউজান সংসদী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ শাহাজাহান মঞ্জু মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।গত বৃহস্পতিবার দুপুরে রাউজান উপজেলা (নির্বাচন) রিটানিং অফিস থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক ও বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আব্দুল হামিদ চৌধুরী সহ রাউজান উপজেলা ও পৌরসভা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।মনোনয়ন ফরম সংগ্রহ করে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ শাহাজাহান মঞ্জু সাংবাদিকদের বলেন, আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ ন্যায়, সততা ও জনকল্যাণের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে রাউজানবাসীকে সাথে দেশের জন্য কাজ করব। দুর্নীতি, অনিয়ম ও অবিচারের বিরুদ্ধে শক্ত থাকবে আমার ও আমার দলের। তিনি জনগনের নিরাপত্তা ও জনগণের কাঙ্খিত ভাগ্য সুপ্রসন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply