রাউজানে তাপদাহে অতিষ্ট তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি বিতরণ করা হয়েছে। ২১ এপ্রিল দুপুরে রাউজান পৌর সদর ফকিরহাট বাজারে এই খাবার পানি বিতরণ করা হয়। জানা যায়, ফারাজ করিম চৌধুরীর নির্দেশনায় ও শেখ রাসেল স্মৃতি সংসদের পক্ষ থেকে পথচারীদের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বিশুদ্ধ ঠান্ডা পানি বিতরণ উদ্বোদন করেন উত্তর জেলা কৃষক লীগের কার্যনির্বাহী সদস্য ও উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এরশাদ। এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল স্মৃতি সংসদের সদস্য মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ নিশান, মোহাম্মদ মোর্শেদ সহ সংগঠনের নেতৃবৃন্দরা। উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এরশাদ জানান, সারা দেশে তীব্র গরমে অতিষ্ঠ মানুষ। হিট রেট এলার্ট জারি করা হয়েছে। সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করেছেন। হিট স্ট্রোকে অনেক লোক মারা যাচ্ছে। এই অবস্থায় মানুষ জীবিকার তাগিতে ঘরের বাহিরে বের হতে হচ্ছে। আমরা তাদের পাশে ক্ষুদ্র পরিসরে তৃষ্ণা নিবারণের চেষ্টা করছি। যতদিন তাপ দাহ থাকবে ততদিন পথচারী মানুষের পাশে থাকব।
Leave a Reply