
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কদলপুর ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও সাবেক উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের নির্দেশনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।শনিবার সকালে হযরত সৈয়দ চাঁদ শাহ (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে নেতাকর্মীরা। পরে ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, জনবহুল স্থান ও গ্রামে গ্রামে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন তারা। একই সঙ্গে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে গণসংযোগ পরিচালনা করা হয়।দিনব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবচ্ছারুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক দিদারুল আলম,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনাম, সহ সভাপতি নাছির, সহ সাধারণ সম্পাদক নুরুল কবির, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আনোয়ার ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি আবছার দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, ৫নং ওয়ার্ড সভাপতি ফোরকান সওদাগর, শ্রমিকদলের সভাপতি জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা সালাউদ্দিন,কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ মেম্বার, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, যুগ্ম সম্পাদক সাইমন। ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের মধ্যে উপস্থিত ছিলেন বাচ্চু মিয়া, নাজিম হায়দার, মোহাম্মদ সেলিম, হোসেন, আবু সৈয়দ, নুরুল হুদা,জয়নাল, মোহাম্মদ কোব্বাদ, নুরুন্নবী, ইউছুপ, সুলতান মিস্ত্রি, বখতিয়ার, আক্কাস, কাজী আকতার, ওয়াজকুরুনি। নেতারা বলেন, তারেক রহমানের প্রণীত ৩১ দফা দেশের ন্যায়বিচার, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রোডম্যাপ। এ দফাগুলো জনগণের মাঝে তুলে ধরতেই আজকের এই গণসংযোগ। তারা আরও বলেন, পরিবর্তন ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয় অত্যন্ত জরুরি।
Leave a Reply