রাউজানে ভিক্ষার নেশা ছেড়ে দেয়ায় তিন ভিক্ষুক পেয়েছেন গাভী ও ভ্যান গাড়ি আর ১৪ জন দুস্থ নারীকে আতœকর্মসংস্থান সৃষ্টির সহায়তা হিসাবে দেয়া হয়েছে সেলাই মেশিন। গতকাল বৃহস্পতিবার (১৮ মে) এই সহায়তা প্রদান রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে। উপজেলা পরিষদ চত্তরের এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফজলে করিম চৌধুরী এমপি বলেন আমার উপজেলার কোনো মানুষ বেকার থাকবে না। সবার জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে বিসিক শিল্পাঞ্চল প্রতিষ্ঠা করা হচ্ছে। সেখানে সত্তর হাজার মানুষের কর্মসংস্থান হবে। উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, ওসি আবদুল্লাহ্ আল হারুন সহ ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।
Leave a Reply