চট্টগ্রামের রাউজানে আনন্দ-ঘন আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্টিত হয়েছে বৌদ্ধ ধর্মের টুইজ্যা মইসং জ্ঞাতি সম্মেলন। অনুষ্ঠানে টুইজ্যা মইসং এর বংশধরেরা একই সামিয়ানার নিচে জ্ঞাতি সম্মেলনে মিলিত হয়ে স্মৃতিচারণ ও আনন্দ উৎসবে মেতে উঠেন। ২৫ ডিসেম্বর পশ্চিম রাউজানের ঐতিহ্যবাহী ধনেশ্বরী বাড়ী প্রাঙ্গনে এ সম্মেলন ও চার গুণি জনকে সম্মামনা স্মারক প্রদান করা হয়। ধর্মারত্ন জ্ঞাননন্দ মহাথের সভাপতিত্বে ও তাপস কুমার বড়ুয়ার সঞ্চালনায় নানা আয়েজনে প্রধান অতিথি ছিলেন ভদন্ত বোদিমিত্র মহাথের, বিশেষ অতিথি ছিলেন ধর্মানন্দ মহাথের, ভদন্ত পূর্ণানন্দ মহাথের, অনুরুদ্ধ থেরোর, তংহংকর থেরো, করুণা বংশ থেরো। বক্তব্য রাখেন রতন বিকাশ বড়ুয়া, ডা. হিমাদ্রি বড়ুয়া, প্রকৌশলী সৃগাংক প্রসাদ বড়ুয়া, ডা. সরোজ কুমার বড়ুয়া, নীলাদ্রি বড়ুয়া, শেষার্দ্রী বড়ুয়া, প্রকৌশলী তীর্থংকর বড়ুয়া, দীপক তালুকদার, ডা. শীতল বড়ুয়া, সাংবাদিক সমীরণ বড়ুয়া, অধ্যক্ষ ধর্মানন্দ মহাস্থবির, ভদন্ত রাহুলানন্দ থেরো, ভদন্ত শান্তমিত্র ভিক্ষু, শাসনশ্রী ভিক্ষু বীর মোহন বড়ুয়া, নীল রতন বড়ুয়া, অমলেন্দু বিকাশের বড়ুয়া, এডভোকেট কল্লোল বড়ুয়া, প্রীতিনন্দন বড়ুয়া, বিকাশ বড়ুয়া, প্রকৌশলী পংকজ বড়ুয়া, প্রমুখ। সম্মেলনে সম্মাননা স্মারক দেওয়া হয় শিক্ষাবিদ (মরনোত্তর) প্রকৃতি রঞ্জন বড়ুয়া, কবি হিমাংশু বিমল বড়ুয়া ( মরনোত্তর), অধ্যক্ষ ডা. দেবপ্রসাদ বড়ুয়া, শিক্ষাবিদ মিনাল কান্তি বড়ুয়াকে। অনুষ্ঠান শেষে বিশ্ব জাতির কল্যাণ কামনা করে উপাসনা করা হয়।
Leave a Reply