1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১০ মে ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস অনুষ্টিত মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম রাঙামাটি ও কাপ্তাই মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ   হালদা নদীতে ডিম ছাড়ার মৌসুমে থামছে না মাছ শিকার- উদ্ধার হলো ৫ কেজি কাতলা ৬৪৩ জন মেধাবী শিক্ষার্থীকে ৩২ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি দিলেন সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ট্রাস্ট উত্তর সর্তা দরগাহ্ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল আলম রাউজানে ব্যক্তি উদ্যােগে ১২ কোটি টাকায় ৪ কিলোমিটার আরসিসি ঢালায় সড়ক নির্মাণ কাজ শুরু। রাউজানে মে দিবস পালিত  হলদিয়ায় সন্ত্রাস, চাঁদাবাজ,নৈরাজ্যকারীদের গ্রেফতারের দাবীতে বিএনপির বিক্ষোভ মিছিল হলদিয়ায় সন্ত্রাস,চাঁদাবাজ,নৈরাজ্যকারীদের গ্রেফতারের দাবীতে বিএনপির বিক্ষোভ মিছিল রাউজানে কলেজ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ

রাউজানে নিখোঁজ স্কুল শিক্ষার্থী দুইবোন উদ্ধার, গ্রেপ্তার- ৩

  • প্রকাশিত: রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৬৪৮ বার পড়া হয়েছে

রাউজান থেকে গত ১ মাস ১২ দিন আগে নিখোঁজ হওয়া স্কুলছাত্রী নিঝুম শীল (১৬) ও তার বোন ঋর্তিকা শীল (০৮) কে উদ্ধার করেছে র‍্যাব-৭। গতকাল রবিবার ভিকটিমসহ অপহরণকারীদের আদালতে সোপর্দ করা হয় । এর আগে গত শনিবার লোহাগাড়া উপজেলা থেকে অপহরণের শিকার স্কুলছাত্রীসহ দুইবোনকে উদ্ধার করা হয়। একই সঙ্গে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজন হলেন চন্দনাইশ উপজেলার চরিয়া ৯ নম্বর ওয়ার্ডের কুলাল ডেঙ্গা গ্রামের সুভাষ শীলের স্ত্রী লাকী শীল (৪২), লোহাগাড়া উপজেলার পুটিভিলা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের নিরঞ্জন দাসের ছেলে উত্তম দাস (৩১), একই ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের নির্মল শীলের ছেলে পলাশ শীল (৩০)। গত শনিবার (৬নভেম্বর) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিভিলা ইউনিয়নের ধৃত আসামী উত্তম দাস(৩১)’র বসতঘরে বন্দী অবস্থা থেকে উদ্ধার করা হয়। র‍্যাবের দাবি দুইবোন নিখোঁজের পর রাউজান থানায় করা জিডির কপিসহ নিখোঁজ দুই বোনের পরিবারের পক্ষ থেকে র‍্যাব-৭ হাটহাজারী ক্যাম্পে অভিযোগ করা হয়। এর পরিপ্রেক্ষিতে উদ্ধার অভিযানে নামে উদ্ধার করে র‍্যাব-৭। ভিকটিমদ্বয়ের বরাদ দিয়ে বলেন সৌদি প্রবাসী ও চন্দনাইশ উপজেলার চরিয়া ৯ নম্বর ওয়ার্ডের কুলাল ডেঙ্গা সুভাষ শীলের ছেলে রকি শীল (২৪) প্রবাস থেকে মোবাইল ফোনসহ ইন্টারনেটের বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বিয়ের প্রলোভন ও প্রতিশ্রুতি দিয়ে তার মায়ের পরামর্শে গত ২৮ সেপ্টেম্বর সকালে স্কুলে যাওয়ার জন্য বের হলে দুই বোনকে অপহরণ করে লোহাগাড়ায় ধৃত আসামী উত্তম দাসের ঘরে অসৎ উদ্দেশ্যে আটকে রাখে। অপহরণকারীদের দেয়া তথ্যমতে শনিবার দুপুর ১২ টায় লোহাগাড়া উপজেলার বড়ইতলী থেকে মূলহোতা সৌদি প্রবাসী রকির মা লাকী শীলকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় গতকাল রবিবার নিখোঁজ দুই বোন স্কুলছাত্রী নিঝুম শীল (১৬) ও তার বোন ঋর্তিকা শীল (০৮) এর চাচা ঝন্টুশীল বাদি হয়ে মূলহোতা রকি শীল, তার মা লাকী শীলসহ ৪ জনের নাম উল্লেখ আরও করে অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে রাউজান থানায় মামলা দায়ের করেন। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, রাউজান থেকে নিখোঁজ দুই বোনকে উদ্ধার করে থানায় সোপর্দ করেছে র‍্যাব-৭। গতকাল রবিবার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে তিন আসামীকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়। ভিকটিম থানা হেফাজতে আছে, আদালতে জবানবন্দি দেয়ার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী দুইবোনকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট