রাউজানে নিত্য প্রয়োজনী দ্রব্যের উর্ধগতিরোধ ও বাজারের স্বাস্থ্য সন্মত পরিবেশ নিশ্চিত করতে অভিযান চালিয়েছে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। ২০ আগস্ট রোববার এই অভিযানে মেয়র পৌরসদরের ফকিরহাটে মাংস, মুরগি. ডিমসহ ভোগ্য পন্যের দোকান গুলোতে মূল্য তালিকা আছে কিনা দেখেন। যাদের দোকানে মূল্য তালিকা নেই, তাদের দোকানে ২৪ ঘন্টার মধ্যে মূল্য তালিকা টাঙ্গানোর নির্দেশ দেন। একই সাথে স্ব স্ব ব্যবসা প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার তাগিদ দেন। মেয়রের সাথে অভিযানে ছিলেন সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জপু চক্রবর্তী,যুবলীগ নেতা ছাবের হোসেন, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আসিফ. নাছির উদ্দিন.সৈয়দ বাবুল.তানভির চৌধুরী প্রমুখ।
Leave a Reply