চট্টগ্রামের রাউজানে নৌপথে পাচারের সময় পুলিশের অভিযানে ৫২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়েছে। এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ঘাটিয়ার পাড়ার মৃত আব্দুল আলমের ছেলে মনছুর আলম (৩৫) ও একই এলাকার নজির আহমদের ছেলে দিদারুল ইসলাম (৪৫।
গত শুক্রবার রাত ৪টার দিকে কর্ণফুলি নদীর রাউজান অংশের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন দরগাহ ঘাটে এঘটনা ঘটে।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জয়নাল আবেদিন বলেন, রাত্রিকালীন ডিউটির সময় জানতে পারি কর্ণফুলি নদী দিয়ে মদ পাচার হচ্ছে। এমন সংবাদে আমরাও স্পিড বোট সাথে নিয়র অভিযান করে তাদের আটক করি। এসময় বস্তা ভর্তি ৫২০ লিটার মদ উদ্ধার করি।
তিনি আরও বলেন, মাদক পাচার কাজে ব্যবহৃত বৈঠা নৌকাটি জব্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত। আজ শনিবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা রুজু শেষে কোর্টে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply