রাউজানে ঈদের দিন পুকুরের পানিতে ডুবে আবদুল্লাহ আফসান নামে সাড়ে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একইদিন মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় আদিল ফয়সাল ওরফে রায়হান (২১) ও মুশফিকুর রহমান (১৬) নামে দুই তরুনের মৃত্যু হয়েছে। জানা যায়, শনিবার (২২ এপ্রিল) দুপুর দেড়টায় রাউজান সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম রাউজানের মাঝিপাড়া গ্রামের নুরুল ইসলাম ভেন্ডার বাড়িতে পুকুরের পানিতে ডুবে শিশু আবদুল্লাহ আফসানের এই মৃত্যুর ঘটনাটি ঘটে। আফসান ওই এলাকার সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো. হুসাইনের ছেলে। দুই সন্তানের মধ্যে আফসান বড়। রাত সাড়ে ১০টায় নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, প্রবাসী হুসাইনের ঘর থেকে কয়েকশ ফুট দূরে একটি মরদেহ বাহী ফ্রিজের গাড়িতে রাখা হয়েছে আফসানের নিথর দেহ। পাশে বসে আছেন স্বজনেরা। তার দাদি বার বার বলছিলেন আমার নাতিকে বাইরে রাখছো কেন? আমার বুকে দাও। দাওনা আমি ঘরে নিয়ে যেতে পারব? বার বার বলছিলেন তোমরা আমার নাতিকে বাঁচাতে পারবে? পাগল প্রায় দাদিকে শান্তনা দেওয়ার ভাষা নেই। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবারের সদস্যদের ঈদের ব্যস্ততার কোনো এক সময় খেলতে খেলতে পুকুরে পড়ে যান। শনিবার দুপুর দেড়টার দিকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আফসানের চাচা রোবায়েত আমীন বলেন, ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে প্রবাসী হুসাইন সংযুক্ত আরব আমিরাত থেকে দেশের এসেছে। রবিবার (২৩ এপ্রিল) দুপুর দুইটায় আফসানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। অপরদিকে ঈদের দিন মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় আদিল ফয়সাল ওরফে রায়হান (২১) নামে এক তরুনের মৃত্যু হয়েছে। শনিবার (২২ এপ্রিল) সকাল ৬টায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের ইছাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। রায়হান রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সর্তা গ্রামের শাহাজান ফকির বাড়ির মো. সোলায়মানের ছেলে। ১ বোন ৩ ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন রায়হান। চিকদাইর উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাস করে একটি কলেজে একাদশ শ্রেণীর ভর্তি হন। পড়ালেখার পাশাপাশি রমজান মাসের বেকার সময় কাটানোর জন্য দুই মাস আগে একটি কাপড় বিক্রয়কারী প্রতিষ্ঠানে চাকরি নেন। শনিবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরের বাইরে ঝুলছে তালা। ঈদে বেড়াতে আসা লোকজন মৃত্যুর সংবাদ শুনে বেদনার ছাপ নিয়ে বসে আছেন ঘরের সামনে, আবার কেউ কেউ ফিরে যাচ্ছেন। নিহতের স্বজনরা জানান, শনিবার সকালে তার কর্মস্থল হাটহাজারী থেকে রাউজান ফেরার পথে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের হাটহাজারী উপজেলার ইছাপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় রায়হান গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকদাইর ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান মাদাচ্ছের হায়দার বলেন, সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় রায়হান নামে এক তরুনের মৃত্যু হয়েছে। রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজাদ বলেন, রায়হান নামে এক ছেলে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর এক সড়ক দুর্ঘটনায় মুশফিকুর রহমান (১৬) নামে তরুণের মৃত্যু হয়েছে। সেই রাউজান থেকে ফটিকছড়ি আত্মীয় বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ঈদের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়। সে রাউজান উপজেলার ১ নম্বর হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা সাহেব বাড়ির মোহাম্মদ সারোয়ার ছেলে। জানা যায়, সোমবার বিকাল ৫টার দিকে ফটিকছড়ি ধর্মপুর আজাদী বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত মুশফিকুরসহ আরোও একজন মোটরসাইকেল যোগে আজাদী বাজারে আসলে সেখানে দুই মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply