1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি দক্ষিণ হিংগলা  শাখার বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ৫ বসতঘর। রাউজান বিএনপি নেতা শিক্ষক হাবিব উল্লাহ মাস্টারের বড় বোনের ইন্তেকালঃ বিএনপির শোক মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি দক্ষিণ হিংগলা কলমপতি শাখার মহিলা কমিটি গঠন নোয়াজিষপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণ মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন রাউজানে হক কমিটির উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা রাউজানে অস্ত্র ও ধারালো ছোড়াসহ যুবক গ্রেপ্তার ‘অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি’’শ্লোগানে রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন রাউজানের পশ্চিম গুজরায় শ্যামাচরণ সড়কের উন্নয়নকাজে এলাকাবাসীর স্বস্তি

রাউজানে পুরাতন কাঁশখালি খাল দখলে নিয়ে অবৈধ স্থাপনা, উত্তেজিত জনতার উচ্ছেদ

  • প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের ফকিরহাটের উত্তর পাশে অন্তত ১০ গ্রামের পানি চলাচলের একমাত্র পথ পুরাতন কাঁশখালি খাল। এই খালটি অবৈধভাবে দখলে নিয়ে গড়ে তোলা হচ্ছে একাধিক স্থাপনা। স্থানীয় লোকজন উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করার পরও অবৈধ স্থাপনা তৈরিকারী জনৈক দিদারুল আলমের বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা না হওয়ায় গতকাল ৯ নভেম্বর শনিবার দুপুরে উত্তেজিত জনতা উচ্ছেদ করেন।এসময় খালের পানি চলাচলের পথে তৈরি করা একটি দেয়াল গুড়িয়ে দেয় উত্তেজিত জনতা। স্থানীয় মো.নাছির বলেন,যেভাবে খাল দখল করে স্থাপনা তৈরি করা হচ্ছে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রশাসনের ব্যবস্থা নেওয়া জরুরী। মো. আলী ও গিয়াস উদ্দিন নামে আরও দুই ব্যক্তি বলেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি দুর্ভোগ বাড়ার সম্ভাবনা রয়েছে। পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রাউজান পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপি নেতা রেজাউল রহিম আজম। তিনি বলেন, রাউজানের অন্তত ১০ গ্রামের পানি চলাচলের একমাত্র পথ পুরাতন কাঁশখালি খালটি অবৈধভাবে দখলে নিয়ে একাধিক ব্যক্তি পাকা স্থাপনা তৈরি করেছে। উত্তেজিত জনতা একটি দেওয়াল গুড়িয়ে দেয়। তিনি বলেন, আরো কয়েকজন ব্যক্তি পানি চলাচলের পথ বন্ধ করে স্থাপনা করেছেন। সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা জরুরী। আমি এলাকার সর্বস্তরের মানুষের পক্ষে প্রশাসনের নিকট অনুরোধ জানাবো দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য।এই প্রসঙ্গে জানতে চাইলে রাউজান উপজেলা (সহকারি কমিশনার ভূমি) ও পৌর প্রশাসক. রিদুয়ানুল ইসলাম বলেন, ‘পানি চলাচলের পথ বন্ধ করে কেউ নির্মাণ কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে। আমি ছুটিতে আছি উত্তেজিত জনতা সীমানা প্রাচীন ভাংচুরের কোন ঘটনার সংবাদ এখনো পায়নি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট