1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
১৩৩ বছরের ঐতিহ্যে রাঙা শারদীয় উৎসব: রাউজানের উত্তর গুজরা সেনবাড়ির দুর্গাপূজা রাউজানে বিজয়া সম্মিলনীর মধ্যদিয়ে দেবী দুর্গার বিসর্জন রাউজানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ। নোয়াজিষপুর ইউনিয়নের ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের  জনসাধারণের সাথে মতবিনিময় সভা রাউজানে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কদলপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ রাউজান পৌর এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাউজানে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে প্রতিহত করা হবে রাউজান সদর ইউনিয়নের খানখানাবাদ সড়ক উদ্বোধন  রাউজানে দিল মোহাম্মদ মাস্টারের মৃত্যু বার্ষিকতে শিক্ষা উপকরণ ও বৃত্তি বিতরণ

রাউজানে ফুটপাত দখল করে রমরমা ব্যবসা-  পথচারীদের চলাচলে চরম ভোগান্তি  

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

রাউজানের জলিলনগর আপন বাড়ি রেস্তোরাঁর সামনে সড়ক ও চলাচলের পথ ফুটপাত দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। সেখানে ভাজাপোড়া খাবারের দোকান থেকে শুরু করে ফুসকা,চটপটি দোকান,ফলের দোকান, ছোট ছেলেদের জামা কাপড়ের দোকানসহ বিভিন্ন খাবারের দোকান গড়ে তোলা হয়েছে। এতে চলাচলের ভোগান্তিতে পড়েন পথচারীরা। সরেজমিনে দেখা গেছে, রাউজান সদর জলিলনগর এলাকায় পথচারীদের চলাচলের পথ দখল করে ১০-১২টি খাবারের দোকান বসানো হয়েছে। ভ্যানগাড়ি বানিয়ে করছেন ব্যবসা। ফুটপাত দখলের কারণে পথচারীদের হাঁটাচলার জন্য কোনো জায়গা না থাকায় বাধ্য হয়ে পথচারীদের সড়ক দিয়েই চলাচল করছেন। অপরদিকে রাঙামাটি মহাসড়কের উপর যত্রতত্র অবৈধ গাড়ি পার্কিংয়ের কারণে সৃষ্টি হচ্ছে যানজট,প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ফুটপাত দখল করে বসা দোকানগুলোতে বিকেল-সন্ধ্যাপর্যন্ত ভিড় থাকে। সারিবদ্ধভাবে থাকা এসব ভাসমান দোকানপাট  থেকে পৌরসভার ইজারাদার নাম ভাঙিয়ে এক শ্রেণির চাঁদাবাজ প্রতিদিন ৫০-১০০ টাকা হরে চাঁদা আদায় করেন।  ফুটপাত দখল করে দোকান বসানোর বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশের অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, স্থানীয় নেতাকর্মীদের ম্যানেজ করে এখানে দোকানপাট করা হয়েছে। প্রতিদিন আমাদের কাছ থেকে দোকান প্রতি ৫০ টাকা করে নেয়।এছাড়াও রাউজান ফকির হাট, থানা রোড, মুন্সিরঘাটা এলাকায়ও দোকানের বাহিরে জিনিসপত্র এনে ফুটপাত দখল করে রেখেছে ব্যবসায়ীরা। এসব দেখার কেউ নেই, মাঝেমধ্যে প্রশাসনের অভিযান পরিচালনা করে চলে যাওয়ার পর আবারও সড়ক দখল করে বসে।স্থানীয় মোহাম্মদ রাশেদ বলেন, জলিলনগর এলাকায় ফুটপাত দখল করে যেভাবে ব্যবসা বাণিজ্য করছে,এতে ঝুঁকি নিয়ে সড়কে চলাচল করতে হয়। ফুটপাত দখলমুক্ত করার জন্য পৌর প্রশাসকের দৃষ্টি কামনা করছি। এবিষয়ে রাউজান পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা বলেন, হাট-বাজার থেকে ফুটপাত দখলমুক্ত করতে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট