1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে তিনদিনে ২৪টি ড্রাইভিং লাইসেন্স ও নম্বরবিহীন মোটরসাইকেল আটক করে মামলা। রাউজান প্রেসক্লাবের নতুন কমিটিকে গণসংহতি আন্দোলনের প্রার্থী নাছির তালুকদারের অভিনন্দন শৈশব স্মৃতি বিজড়িত রাউজানে মাস্টারদা সূর্যসেনের ৯২তম ফাঁসি দিবস পালিত রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে গোলাম আকবর খোন্দকারের অভিনন্দন রাউজানের উরকিরচরে শহীদ সালা উদ্দিন কাদের চৌধুরী স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  রাউজান প্রেসক্লাবের সভাপতি/সম্পাদকসহ নির্বাচিত কমিটিকে জামায়াতের অভিনন্দন রাউজানে ৭০৫–মেসার্স রুস্তম ব্রিকসে কাঠ পোড়ানোর মহোৎসব, উজাড় হচ্ছে বনজ সম্পদ ওমান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন রাউজানে সাবেক যুবদল নেতা ও গিয়াস কাদের অনুসারীকে গুলি হত্যাঃ সড়কে অবরোধ করে বিক্ষোভ রাউজান প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে;সভাপতি প্রদীপ শীল,সম্পাদক নেজাম উদ্দিন রানা।

রাউজানে বিএনপির দুই নেতার রক্তাক্ত সহিংসতা তদন্তে কেন্দ্রীয় কমিটি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৩৬৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান উপজেলা বিএনপিতে অপ্রীতিকর ঘটনা, হানাহানি ও রক্তাক্ত সহিংসতার ঘটনা তদন্ত করবে বিএনপির কেন্দ্রীয় কমিটি। ৩১ জুলাই বৃহস্পতিবার বিএনপির জৈষ্ঠ্য যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাউজান বিএনপিতে সংগঠিত ঘটনা তদন্তে দায়িত্ব দিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলালকে । দলীয় স্মারক সম্বলিত স্বাক্ষরে প্রেরিত এক চিঠিতে তিনি এই তদন্তের দায়িত্ব প্রদান করেন। রুহুল কবির রিজভীর চিঠিটি হুবহু তুলে ধরা হলো। প্রতি, জনাব আজিজুল বারী হেলাল। তথ্য ও গবেষণা সম্পাদক, জাতীয়তাবাদী দল- বিএনপি। বিষয় : তদন্ত প্রসঙ্গে। জনাব শুভেচ্ছা রইল, কয়েকমাস যাবত চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন রাউজান উপজেলা বিএনপিতে অপ্রীতিকর ঘটনা, হানাহানি ও রক্তাক্ত সহিংসতার বিষয়ে সরজমিনে তদন্ত করে একটি লিখিত প্রতিবেদন আগামী সাত দিনের মধ্যে দলের নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে জমা দেওয়া জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করছি। এডভোকেট রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। উল্লেখ, গত ২৯ জুলাই সদ্য বিলুপ্ত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আহবায়ক গোলাম আকবর খোন্দকার রাউজানে দলের প্রয়াত সাবেক সভাপতি মহিউদ্দিন আহম্মেদের কবর জিয়ারত করতে যাওয়ার পথে তাঁর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এ হামলা ও সংঘর্ষের জন্য দায়ী করা হয় বিএনপির সদ্য স্থগিত করা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে। গোলাম আকবরের দাবি গিয়াসউদ্দিন কাদেরের নির্দেশে তাঁর অনুসারীরা পূর্ব পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটিয়েছে। হামলা ও সংঘর্ষের এক পর্যায়ে দুই গ্রুপ পাল্টাপাল্টি অবস্থান নিয়ে সংঘর্ষটি রক্তক্ষয়ী প্রতিহিংসায় রূপ নেয়। হামলা ও পাল্টা হামলায় উভয় পক্ষের অন্তত ৫০ আহত ও গোলাম আকবর সহ ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। ভাংচুর করা হয়েছে গোলাম আকবর খোন্দকার ব্যবহৃত পাজেরো জীপ ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয় চারটি মোটর সাইকেল। এ ঘটনায় বিব্রত বিএনপির কেন্দ্রীয় কমিটি। ঘটনার পরপর বিলুপ্ত করা হয় উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটি। স্থগিত করা হয় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানের পদ ও প্রাথমিক সদস্য পদ। ৩০ জুলাই ঢাকায় সাংবাদিক সম্মেলন করেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। তিনি দলের পদ স্থগিতের প্রেরিত চিঠিকে প্রেমপত্র উল্লেখ করে বলেছেন, দলীয় সিন্ধান্ত আমি মেন নিয়েছি, তবে এটা ষড়যন্ত্রের অংশ। দল যেদিন ভুল বুঝতে পারবে, সেদিন আমাকে স্থগিত করা পদ ফিরিয়ে দিবেন। একইদিন চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে গোলাম আকবর খোন্দকার সমর্থিত রাউজান উপজেলা বিএনপি। তাদের দাবী গোলাম আকবর খোন্দকারকে পরিকল্পিত ভাবে হত্যা করতে এ হামলা চালিয়ে গিয়াস কাদের। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট