
আগামী ৭ নভেম্বর বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে রাউজান সরকারি কলেজ মাঠে বিএনপির বিশাল জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে রাউজান উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ। এই জনসভাকে সামনে রেখে বুধবার (৫ নভেম্বর) বিকেলে রাউজান সদর সিটি সেন্টারের দ্বিতীয় তলায় পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপি নেতা সৈয়দ ওবায়দুল আকবর নোমান। প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক এবং প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভার সাবেক কমিশনার ও জেলা বিএনপির সাবেক সদস্য রেজাউল রহিম আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল। পৌর যুবদল নেতা আবু বক্কর সিদ্দিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবাসী ঐক্য পরিষদের নেতা তছলিম উদ্দিন, যুবদল নেতা তৈয়ব সুলতান, আরিফুল ইসলাম, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ রেওয়াজ, শহীদুল ইসলাম, সাকেদ সুলতান পারভেজ, শাহা আলম, মোহাম্মদ রনি, জাশেদ চৌধুরীসহ আরও অনেকে। সভায় বক্তারা বলেন,৭ নভেম্বরের জনসভাকে জনসমুদ্রে পরিণত করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে ত্বরান্বিত করতে হবে।
Leave a Reply