১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী সারা দিন বিভিন্ন কর্মসূচিতে যোগদিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করেছেন। তিনি ভোর সকালে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা প্রশানন আয়োজিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন সাংসদ। পরে মুক্তিযোদ্ধাদের সমাবেশে বক্তব্য রাখেন তিনি। এরপর রাউজান কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন। মুক্তিযোদ্ধাদের সমাবেশে তিনি বীর মুক্তিযোদ্ধাদের স্মার্টকার্ড ও মাসিক ভাতাসহ নানা উপহার তুলে দেন। নোয়াজিষপুর ও ডাবুয়া ইউনিয়নের শতাধিক শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার,উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবদুল ওহাব,সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী,পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ,দলের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলামসহ পৌর কাউন্সিলরবৃন্দ।
Leave a Reply