রাউজানে বিদ্যুৎ স্পর্শে আবদুল্লাহ রহিম সাজ্জাদ (২৮) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার কদলপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মানছিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। তিনি ওই এলাকার প্রবাসী আবদুল কুদ্দুস কাজলের ছেলে। জানা যায়, নির্মাণাধিন পাকা ভবনের কাজের জন্য বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম নগরীর এভার কেয়ার হসপিটালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাজ্জাদ ওমানে একটি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ঘর নির্মাণের জন্য গত ৪ মাস আগে ওমান থেলে দেশে ফিরেন। আগামী ৮ আগস্ট ওমানে চলে যাওয়ার কথা ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবছার মুরাদ বাবুল।
Leave a Reply