রাউজান পৌরসভার ৭নং ওয়াডর মরহুম ইউছুফ জামান স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা বুধবার রাতে জান মোহাম্মদ শাহের বাড়ী ঈদগাহ মাঠে অনুষ্টিত হয়।রাত৯ টায় খেলার উদ্বোধন করেন খেলার পৃষ্ঠপোষক ও রাউজান সমিতি দুবাই কেন্দ্রিয় কমিটির সভাপতি মোঃ খোরশেদ জামান।খেলা শেষে পুরস্কার বিতরন অনুষ্টানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মুহাম্মদ তসলিম উদ্দিন মাস্টার।রাউজান উপজেলা স্কাউট সম্পাদক শিক্ষক মুহাম্মদ দেলোয়ার হোসেন ও মুহাম্মদ আজিজুল হক শরিফের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক এম বেলাল উদ্দিন,শাহনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় সাবেক সহ সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম,ব্যবসায়ী ইকবাল জামান,মুহাম্মদ শাহাজাহান,মুহাম্মদ নেজাম উদ্দিন,শফিকুল ইসলাম প্রমুখ।খেলায় জুনিয়র ও সিনিয়র মিলে ২০টি দল অংশ গ্রহন করেন।এতে সিনিয়রদের তামিম-রিফাত দল, ইজাজ-ইরফান দলকে হারিয়ে ফাইনাল ট্রফি অর্জন কর।জুনিয়রদের সানজিদ-মিনহাজ দল, তামিম-রাখান দলকে হারিয়ে ফাইনাল ট্রফি অর্জন করে।এতে সেরা খেলোয়ার নির্বাচিত হন জুনিয়দের মঈনুদ্দিন রাহাত।পরে অতিথিরা ৩২খেলোয়ারকে মেডেল ও বিজয়ি দলকে ট্রপি তুলে দেন।
উদ্বোধক মোঃ খোরশেদ জামান বলেন মাদকমুক্ত সমাজ উপহার দিতে এখেলার আয়োজন সত্যি প্রশাংসার দাবী রাখে।ছাত্র সমাজ,যুব সমাজ লেখাপড়ার পাশাপাশি এধরনে খেলা ধুলায় জড়ীত থাকলে দেশ অনেক এগিয়ে যাবে।তিনি বলেন সরকার খেলা ধুলার জন্য প্রতিটি শহরে গ্রামে স্কুল কলেজ মাদ্রাসায় যেভাবে খেলা ধুলার সরাঞ্জম প্রদান করছেন এতে দেশে খেলোয়াড়ের সযখ্যা দিন দিন বৃদ্বি পাচ্ছে।তিনি বলেন রাউজানের মাননীয় সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর সহযোগীতায় রাউজানের প্রতিটি ইউনিয়ন গ্রামে খেলা ধুলার মান বেড়েছে এবং ছেলেদের খেলার প্রতি আগ্রহ বেড়েছে।তিনি আগামিতে ব্যাপক আঁকারে ফুটবল টুর্নামেন্ট সহ বিভিন্ন খেলাধুল আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।
২২/১২/২১
Leave a Reply