রাউজানে পৃথক অভিযানে ২৫ লিটার পাহাড়ী চোলাই মদ ও ৩০ পিস ইয়াবা সহ তিন ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৮ জানুয়ারী রাতে জলিল নগর বাসষ্ট্যান্ড ও চিকদাইর এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, রাউজান থানার এসআই মাইন উদ্দিন সঙ্গীয় ফোস রাউজান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পুর্ব রাউজান সমশের নগর এলাকার মৃত আনোয়ার মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম খোকন (৩৬)কে ৩০ পিস ইয়াবা ও এস আই মাঈনুদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোস চিকদাইর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নুরুল হক তালুকদার বাড়ীর মৃত মোহাম্মদ কাশেমের পুত্র মোহাম্মদ আরাফাত (২১), খাগড়াছড়ি জেলার ঘোলা বাড়ি ইউনিয়নেরর উত্তর গজপাড়া এলাকার হযরত আলীর পুত্র মোহাম্মদ হাসান (২৪), পৌর এলাকার ৯নং ওয়ার্ডের আবদুর ছমিউতের পুত্র জোবায়েত প্রকাশ আলী (২৩)কে ২৫ লিটার চোলাই মদ সহ আটক করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু শেষে আদালতে সোপর্দ করা হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লা আল হারুন ঘটনার সত্যতার স্বীকার করেছেন।
Leave a Reply