রাউজান পৌরসভার ৭ নং ওয়ার্ডের ছত্রপাড়া এলাকার বাসিন্ধা বীর মুক্তিযোদ্ধা অমৃত মোহন দাশ (৭৫) পরলোক গমন করেছেন। গতকাল ১৯ ডিসেম্বর সোমবার ভোরে তিনি শেষনিঃস্বাস ত্যাগ করেন বলে প্রয়াতের পুত্ররা জানান। মৃত্যুকালে তার ২ ছেলে সন্তান সহ অনেক গুনগ্রাহী রেখে যায়। গতকাল ১৯ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধা অমৃত মোহন দাশের বাড়ীতে উপস্থিত হয়ে রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার, রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন, মুক্তিযোদ্ধা সাধন পালিত সহ পুলিশের চৌকষ একটি দল এই বীর মুক্তিযোদ্ধার মরদেহের উপর জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করেন। পরে মরদেহ সামনে রেখে করুণ সুরে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম দেওয়া হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পারিবারিক শ্মশানে তার মরদেহ দাহ করা হয়। মুক্তিযোদ্ধা অমৃত মোহন দাশ স্থানীয় অন্নদা চরন দাশের পুত্র। তিনি র্দীঘদিন বাধ্যকজনিত রোগে আক্রান্ত ছিলেন।
Leave a Reply