রাউজান পৌর এলাকার যানজট নিরসনের লক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাউজান পৌরসভার হল রুমে পৌর প্রশাসক অংছিং মারমার সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি বক্তব্যে বলেন,হাট-বাজারে রাস্তা, ফুটপাত দখলমুক্ত রাখতে হবে। হাট-বাজারের ভিতরের সড়কে কোনো ধরনের গাড়ি পার্কিং করতে পারবে না। নির্দিষ্ট স্থান থেকে যাত্রী ওঠানামা করতে হবে। সিএনজি অটোরিকশা গুলো ফকির হাট মোড়ে, বাজারের মধ্যে দাঁড় করিয়ে রাখা যাবে না।নির্দিষ্ট স্থানে সিএনজি অটোরিকশা রাখতে হবে। যাতে নির্বিঘ্নে যানবাহন ও মানুষ চলাচল করতে পারে। এছাড়াও চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের উপর বাস,ট্রাকসহ কোনো ধরনের পরিবহন পার্কিং করতে পারবে না। নির্দিষ্ট বাস টার্মিনালে গাড়ি রাখতে হবে। যদি সড়কের উপর গাড়ি পার্কিং করা হয়, কাউকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে মামলা,জব্দসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আলোচনা এই সিদ্ধান্ত গ্রহণ করা। সভায় রাউজান প্রেসক্লাব প্রতিনিধিরা কতিপয় সাংবাদিকদের নামে নম্বর ও ফিটনেসবিহীন সিএনজি চালিত অটোরিকশার বিরুদ্ধে আইনের প্রয়োগ করার আহবান জানান। রাউজানের কোনো সাংবাদিক পরিবহনের টোকেন বাণিজ্যের সঙ্গে জড়িত নয় উল্লেখ করে সাংবাদিকের গাড়ি বলার সাথে সাথে যাতে আটকে রেখে গাড়ির বৈধতাসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাচাই করা হয় সে বিষয়ে দৃষ্টি দেওয়ার অনুরোধ করা হয়।
সভায় বক্তব্য রাখেন রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া, হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ্, উপজেলা প্রকৌশলী আবুল কালাম,সমাজসেবা অফিসার মনিরুল ইসলাম, পৌরসভার সচিব অনিল ত্রিপুরা চাকমা, পৌরসভার প্রকৌশলী মোহাম্মদ শাহিন শাহ্ হুসাইন, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ সভাপতি হাবিবুর, সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, ট্রাক মিটিট্রাক মালিক সমিতির সভাপতি ইব্রাহিম কোম্পানি, সাধারণ সম্পাদক হারুন কোম্পানি, রাঙ্গামাটি বেবিট্যাক্সি চালক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, ফকিরহাট বাজারের ইজারাদার সালাউদ্দিন, সাদেক সুলতান পারভেজসহ ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পরিবহন মালিক সমিতি, বাজার ইজারাদার, পরিবহন চালক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply