সাবেক সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় ১৩আগস্ট মঙ্গলবার সকালে রাউজান সরকারি কলেজের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন রাউজান কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবুর নেতৃত্বে ছাত্র দলের নেতৃবৃন্দ। এসময় কলেজের সার্বিক পরিস্থিতির খবর নেন তারা।তরুণ্যের প্রতিনিধি সামির কাদের চৌধুরীর অনুপ্রেরণায় শিক্ষার্থীদের যে কোন প্রয়োজনে পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন সাবেক ছাত্রদল নেতা পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবু। এর পর চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক ও উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিকের দায়িত্ব সহ সেচ্ছাসেবী কাজে নিয়োজিত শিক্ষার্থীদের খাবার ও পানি বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা মো.সাহেদ হোসেন, সোয়াইবসহ অনেকেই।
Leave a Reply