1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র শবে মেরাজ আজ রাউজানে তিনদিনে ২৪টি ড্রাইভিং লাইসেন্স ও নম্বরবিহীন মোটরসাইকেল আটক করে মামলা। রাউজান প্রেসক্লাবের নতুন কমিটিকে গণসংহতি আন্দোলনের প্রার্থী নাছির তালুকদারের অভিনন্দন শৈশব স্মৃতি বিজড়িত রাউজানে মাস্টারদা সূর্যসেনের ৯২তম ফাঁসি দিবস পালিত রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে গোলাম আকবর খোন্দকারের অভিনন্দন রাউজানের উরকিরচরে শহীদ সালা উদ্দিন কাদের চৌধুরী স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  রাউজান প্রেসক্লাবের সভাপতি/সম্পাদকসহ নির্বাচিত কমিটিকে জামায়াতের অভিনন্দন রাউজানে ৭০৫–মেসার্স রুস্তম ব্রিকসে কাঠ পোড়ানোর মহোৎসব, উজাড় হচ্ছে বনজ সম্পদ ওমান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন রাউজানে সাবেক যুবদল নেতা ও গিয়াস কাদের অনুসারীকে গুলি হত্যাঃ সড়কে অবরোধ করে বিক্ষোভ

রাউজানে সড়ক প্রশস্তকরণে বাধা সরকারি জমিতে অবৈধ কলোনী

  • প্রকাশিত: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে

রাউজানে সড়ক
রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের জনসাধারণের বহুদিনের প্রত্যাশা একটি বিকল্প সড়কের। তৎকালীন পৌর মেয়রের সহযোগিতায় স্থানীয়দের জমি ও অর্থের বিনিময়ে সড়কটির কাজ শুরু হয় সম্মিলিত প্রচেষ্টায়। প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রশস্থ মাওলানা ওয়াজেদ আলী চৌধুরী সড়কের উন্নয়ন কাজের জন্য স্থানীয় দানশীল ব্যক্তিদের জমি দান করার পর সড়কের আংশিক অংশ নির্মাণের জন পৌর কর্তৃপক্ষ ৪ লাখ টাকা বরাদ্ধ দেয়। বরাদ্দ প্রাপ্ত টাকায় সড়কের আংশিক নির্মাণ কাজ শেষে স্থানীয় মানুষের দানের টাকায় পুনরায় শুরু হয়ে আরসিসি ঢালাইয়ে নির্মিত হচ্ছে সড়কটি।প্রায় ২০ লাখ টাকার বেশি টাকা ব্যয় হতে পারে বলেও ধারণা স্থানীয়দের। এই সড়কের জন্য বেশি জমি দান করেন মাওলানা এনাম এর পরিবারবর্গ।স্থানীয় দানশীল ব্যক্তিরা জমি দান করলেও বর্তমানে বাধা হয়ে দাঁড়িয়েছে এক ব্যক্তির একটি কলোনী নিয়ে। অভিযোগ উঠেছে সড়ক প্রশস্থকরণে তাঁর দখলে থাকা সরকারি খাস জমি সড়কের জন্য ছাড়তে নারাজ। সড়কের জন্য খাসজমির দখলদারিত্ব ছাড়ছে না মোজাম্মেল নামে স্থানীয় এই ব্যক্তি।

স্থানীয় মনছুর হাসান চৌধুরী নামে এক ব্যক্তি সড়কের জন্য খাঁস জায়গা উদ্ধার করতে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগটি আমলে নিয়ে রাউজান উপজেলা ভূমি অফিসের তহসিলদার সরেজমিন পরিদর্শনে যান।স্থানীয় মনছুর হাসান চৌধুরী বলেন, রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের মাওলানা ওয়াজেদ আলী চৌধুরী সড়কটি আমাদের এলাকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়কটি আমরা মানুষের দানের টাকায় নির্মাণ করছি। এলাকার দানশীল ব্যক্তিবর্গ জমি, নির্মাণ সামগ্রী ও টাকা দিয়ে সহযোগিতা করলেও সরকারি খাস জমির দখলদারিত্ব ছাড়ছেনা মোজাম্মেল হোসেন।অভিযুক্ত মোজাম্মেল হোসেন বলেন, সড়কের পাশে নালাসহ যে পরিমাণ জায়গা আছে তা পর্যাপ্ত। অভ্যন্তরিণ সড়কের জন্য এরচেয়ে বেশি জায়গা প্রয়োজন নেই। সরকারি খাস জমি তাদের দখলে আছে বলে স্বীকার করে তিনি বলেন, ছয় ইঞ্চি বা ১ ফুট মতো জায়গা আমার কলোনীতে ঢুকতে পারে। এই প্রসঙ্গে রাউজান পৌরসভার সহকারী প্রকৌলশলী ওয়াশিম আকরাম বলেন, ‘স্থানীয়দের দাবির প্রেক্ষিতে চার লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছিল। আমাদের বরাদ্দের টাকায় সড়কের আংশিক অংশের কাজ শেষ হয়েছে। পরবর্তীতে সৃষ্ট জটিলতা নিয়ে আমাদের কেউ জানায়নি। এই প্রসঙ্গে জানার জন্য রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. রিদুয়ানুল ইসলামের সঙ্গে কথা বলার জন্য একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট