
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা চট্টগ্রাম-৬ রাউজান সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম আকবর খোন্দকার বলেছেন, বেগম খালেদা জিয়া মৃত্যু দেশের জন্য অপূরনীয় ক্ষতি হয়েছে। দেশ মাতৃকার প্রশ্নে তিনি আপোষহীন নেত্রী হিসেবে জনগনের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করছেন। শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দলের হাল ধরে দেশের জনগণের কাঙ্খিত অধিকার নিশ্চিত করতে সফল হয়েছেন তিনি। গত দেড় বছরে রাউজানে ১৮ খুনের কারণ উল্লেখ করে তিনি বলেন, চাঁদাবাজি, বালু কাটা-মাটি কাটা ও নিজের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে খুনের ঘটনা ঘটেছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় কোন বিএনপির নেতাকর্মীরা জড়িত ছিল না। তিনি বলেন, আমার হাতে রক্তের কোন দাগ নেই। আমি খুন ও আধিপত্য বিস্তারের রাজনীতি করি না। তিনি বলেন, আগামীর রাউজান হবে হিন্দু, বৌদ্ধ ও মুসলিমের সহাবস্থানের রাউজান। সকল ধর্মের মানুষকে নিয়ে একটি সুখি ও সমৃদ্ধ উপজেলা বিনির্মান করা। তিনি গতকাল ৪ জানুয়ারি সকালে গহিরাস্থ নিজ বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় শোক সভায় প্রধান বক্তা ছিলেন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ এর চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার, বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মাহমুদ জসিম, রাউজান পৌরসভার বিএনপির সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব নাছিম উদ্দিন চৌধুরী প্রমুখ। এ সময় জেলা উপজেলা বিএনপি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শোক সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন মওলানা সেলিম উদ্দিন। দোয়া মুনাজাতে রাউজান থেকে কয়েক হাজার নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।
Leave a Reply